নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওই যে পরীমণি আছে না? কানে মোবাইল ফোন লাগানো এক ব্যক্তির কথা শুনে তাকাতেই বোঝা গেল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ওপাশে কাউকে বলছেন, পরীমণিরে ধরতে র্যাব ঢুকছে। থানায় ছিলাম, দেখতে আইছি। হালকা কথাবার্তায় জানা গেল, বনানী থানায় কর্মরত তিনি। খবর শুনে ডিউটি নাই তাই দেখতে এসেছেন।
বনানীর পরিচিত এগারো নম্বর রোডের লেক ভিউ ১৯ /এ নম্বর রোডের ১২ নম্বর বাড়ির সামনে তখন পুলিশ ও সাংবাদিকের চেয়ে সাধারণ মানুষই বেশি। সবার হাতে মোবাইল, কেউ ফেসবুকে লাইভ করছেন, কেউ ভিডিও করে রাখছেন হয়তো তখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত।
নায়িকাকে গ্রেপ্তার কবে, তা সরাসরি দেখা। বিষয়টি আসলেই রোমাঞ্চকর। গুলশানে দোকানের বিক্রয়কর্মী আলামিন ও রুবেলকেও দেখা গেল, খুব উৎসুক ভঙ্গিতে। পরীমণির লাইভ দেখে তারা ছুটে এসেছেন। কি হয় তা দেখার আশায়।
ততক্ষণে আলোচিত বড় পর্দার অভিনেত্রী পরীমণির বাসায় তল্লাশি শুরু করেছেন র্যাবের সদস্যরা। সময় পেরিয়ে গেছে মধ্যাহ্নের ঘর। তবে র্যাবের অভিযানকারী দল পরীমণির বাসায় ঢোকার কিছুক্ষণ পরেই ওই এলাকায় যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। যেখানে নেতৃত্বে ছিলেন যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। যদিও স্পটে না নেমে মাঝপথ থেকেই ফিরে আসেন তারা।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল পরীমণির বনানীর বাসার সামনে অবস্থান নেয়। র্যাব সদস্যরা তাঁর বাসার দরজায় এলে তিনি দরজা না খুলে ফেসবুক লাইভে আসেন। ফেসবুক লাইভে চিত্রনায়িকা বলেন, ‘কিছু লোক আমাকে ধরে নিতে এসেছে।’ ফেসবুক লাইভে থাকা অবস্থায় তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেও দেখা যায়। বাঁচার জন্য পরিচিতজনদের কাছে আকুতিও জানান। বিকেল সাড়ে চারটা নাগাদ পরীমণি ফেসবুক লাইভে থাকা অবস্থাতেই দরজার কাছে যান। তখন উল্টো দিক থেকে র্যাব পরিচয় দিয়ে পরীমণিকে দরজা খোলার অনুরোধ করেন। এ সময় কয়েক মিনিট কথোপকথনের পর তিনি দরজা খুলে দেন, কিন্তু ফেসবুক লাইভে বাসায় কারা ঢুকেছে তা দেখা যায়নি। দরজা খোলার পর একজন পরীমণিকে বলেন যে তাঁরা আইনগতভাবে পরীমণির সঙ্গে কথা বলবেন। এক ব্যক্তি পরীমণিকে ফেসবুক লাইভ বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন।
পরীমণিকে এ সময় বলতে শোনা যায়, আপনারা সবার মোবাইল নিয়ে নিচ্ছেন কেন? এ সময় একজন আবারও তাঁকে ফেসবুক লাইভ নিজের হাতে বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন এবং একপর্যায়ে ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। বিকেল চারটা থেকে প্রায় ৩২ মিনিট লাইভে ছিলেন পরীমণি। রাত ১১টা পর্যন্ত সেই লাইভ দেখা হয় ১ কোটি ২০ লাখ বার। ৭৯ হাজার শেয়ার হয়। আর মন্তব্য করেছেন ৫ লাখ ১ হাজার মানুষ। ফেসবুক লাইভের সময় আশপাশ থেকে অনেকেই ছুটে যান বনানীতে। গণমাধ্যমকর্মীরাও ছুটে যান পরীমণির বাসার দিকে।
বিকেল চারটার দিকে র্যাবের কর্মকর্তারা পরীমণির বাসায় প্রবেশ করেন। এর মাঝে কি পাওয়া গেল, কে কে আছে এ নিয়ে তথ্য আদানপ্রদানে কেটে যায় প্রায় চার ঘণ্টা। আটটার দিকে একটি গাড়িতে তোলা হয়, পরীমণির বাসা থেকে উদ্ধার হওয়া প্রায় অর্ধশত বিদেশি মদের বোতল। বহু নামী ব্রান্ডের দেখা মেলে সেখানে। তবে তা খোলাসা করেননি অভিযানে থাকা কর্মকর্তারা।
রাত সোয়া আটটার দিকে পরীমণিকে নামানো হয় নিচে। ওই বাসাটির চার ও পাঁচতলায় একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। বছরখানেকেরও কম সময় হয় সেখানে উঠেছেন। পরীমণির পরে তার বাসার গৃহকর্মী ও গাড়িচালককেও হেফাজত নেয় র্যাব। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে।
অভিযানে অংশ নেওয়া এক র্যাবের গোয়েন্দা শাখার শীর্ষ এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিকে পরীমণি তাঁদের একবারেই সহযোগিতা করেননি। পরে তাঁর ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, উচ্চক্ষমতাসম্পন্ন মাদক আইস ও লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) উদ্ধার করা হয়। তাঁর ড্রয়িং রুমের কাভার্ড, শোকেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল সব জায়গায় ছিল মদের বোতল। বাসার টয়লেট থেকে বিপুলসংখ্যক খালি মদের বোতল উদ্ধার করা হয়। ওই কর্মকর্তা বলেন, তাঁর (পরীমণি) কাছে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।
এলএসডি এবং আইসের মতো শেষ পর্যায়ের মাদক একজন নায়িকার বাসা থেকে জব্দ করায় কিছুটা অবাকও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কিছু বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদের কাছে। সে কারণেই এ অভিযান। সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর আজ (বৃহস্পতিবার) পরীমণি আটকসহ বিস্তারিত বিষয় জানাবেন তারা।
পরীমণির বাসা থেকে বের হওয়ার পরই র্যাবের দলটি অভিযান শুরু করে অভিনেতা–প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায়। রাজ মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। সাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বনানী ৭ নম্বর রোডের জি ব্লকের ৪১ নাম্বার বাসায় চলে অভিযান চলে। রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করে র্যাব। নিয়ে যাওয়া হয় বাহিনীটির সদর দপ্তরে। বিপুল পরিমাণ বিদেশি মদ এবং সিসার সরঞ্জাম মেলে রাজের বাসা থেকে। পাওয়া যায়, দলবদ্ধ যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি। এ কাজে ব্যবহার হওয়া একটি বিশেষ বিছানাও পাওয়া গেছে। যা ছিল রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের একটি কক্ষে।
র্যাবের গোয়েন্দা বিভাগের সূত্র থেকে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মডেল পিয়াসাকে জিজ্ঞাসাবাদ করার পর পাওয়া তথ্যে শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও তার সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে নামে দুজনকে গ্রেপ্তার করেন তারা। মিশুর কাছ থেকেই জানা যায় নানা চমকপ্রদ তথ্য। পরে রাজের বাসায় অভিযান করা হয়।
ঘটনার শুরু সেই জুনে
গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। পরে ১৪ জুন সাভার মডেল থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার পর বোট ক্লাবের কর্মকর্তা, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে পুলিশ গ্রেপ্তার করে। নাসির উদ্দিন মাহমুদ কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। তবে শুরু থেকেই এ ঘটনা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বিতর্কিত ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র্যাব। তাঁর বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণ ও ক্যাঙারুর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
এরপর গত রোববার রাতে রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই দুই মডেলের বাসা থেকেই বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, সিসা উদ্ধার করা হয়। এদের প্রত্যেককেই আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিনয় ছাড়া বাকি সব নিয়েই আলোচনায় পরীমণি
অভিনয় দিয়ে নয় ক্যারিয়ারের শুরু থেকেই এর বাইরের বিষয় দিয়েই আলোচনায় ছিলেন পরীমণি।
প্রেম, বিয়ে, ছাড়াছাড়ি, দামি গাড়ি কেনা, ক্লাবে উচ্ছৃঙ্খল আচরণ, মাতলামি এসব বিষয় নিয়ে বহুদিন ধরেই সামাজিক মাধ্যমে মুখরোচক আলোচনা হচ্ছে তাকে নিয়ে। সবশেষ ঢাকা বোট ক্লাবে গভীর রাতে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে তোলপাড় হয় দেশজুড়ে। সে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনকে।
২০১৫ সালে ভালোবাসা সীমাহীন নামের একটি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিনয় জীবন শুরু হয় পরীমণির। কিন্তু প্রথম ছবি মুক্তির আগেই আরও ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবরে আলোচিত ছিলেন তিনি। ‘রানা প্লাজা’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, যদিও তা এখনো মুক্তি পায়নি। মডেলিং এর মাধ্যমে শোবিজ দুনিয়ার পা রাখা পরী, নাচের অনুষ্ঠান এবং কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এ পর্যন্ত কোন ব্যবসা সফল চলচ্চিত্র নেই তার। গত ছয় বছরে তার অভিনীত বেশির ভাগ সিনেমাই আলোর মুখ দেখেনি।
বিনোদন বিষয়ক এক সাংবাদিকের সঙ্গে ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল পরীর। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘোষণা দিয়ে বাগদান করে জানান, পরের বছর একই দিনে বিয়ে করবেন তারা। কিন্তু জুন মাসেই তা ভেস্তে যায়। পরের ২০২০ এর ৯ মার্চ পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন। পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়।
আরও পড়ুন:
ওই যে পরীমণি আছে না? কানে মোবাইল ফোন লাগানো এক ব্যক্তির কথা শুনে তাকাতেই বোঝা গেল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ওপাশে কাউকে বলছেন, পরীমণিরে ধরতে র্যাব ঢুকছে। থানায় ছিলাম, দেখতে আইছি। হালকা কথাবার্তায় জানা গেল, বনানী থানায় কর্মরত তিনি। খবর শুনে ডিউটি নাই তাই দেখতে এসেছেন।
বনানীর পরিচিত এগারো নম্বর রোডের লেক ভিউ ১৯ /এ নম্বর রোডের ১২ নম্বর বাড়ির সামনে তখন পুলিশ ও সাংবাদিকের চেয়ে সাধারণ মানুষই বেশি। সবার হাতে মোবাইল, কেউ ফেসবুকে লাইভ করছেন, কেউ ভিডিও করে রাখছেন হয়তো তখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত।
নায়িকাকে গ্রেপ্তার কবে, তা সরাসরি দেখা। বিষয়টি আসলেই রোমাঞ্চকর। গুলশানে দোকানের বিক্রয়কর্মী আলামিন ও রুবেলকেও দেখা গেল, খুব উৎসুক ভঙ্গিতে। পরীমণির লাইভ দেখে তারা ছুটে এসেছেন। কি হয় তা দেখার আশায়।
ততক্ষণে আলোচিত বড় পর্দার অভিনেত্রী পরীমণির বাসায় তল্লাশি শুরু করেছেন র্যাবের সদস্যরা। সময় পেরিয়ে গেছে মধ্যাহ্নের ঘর। তবে র্যাবের অভিযানকারী দল পরীমণির বাসায় ঢোকার কিছুক্ষণ পরেই ওই এলাকায় যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। যেখানে নেতৃত্বে ছিলেন যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। যদিও স্পটে না নেমে মাঝপথ থেকেই ফিরে আসেন তারা।
গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল পরীমণির বনানীর বাসার সামনে অবস্থান নেয়। র্যাব সদস্যরা তাঁর বাসার দরজায় এলে তিনি দরজা না খুলে ফেসবুক লাইভে আসেন। ফেসবুক লাইভে চিত্রনায়িকা বলেন, ‘কিছু লোক আমাকে ধরে নিতে এসেছে।’ ফেসবুক লাইভে থাকা অবস্থায় তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতেও দেখা যায়। বাঁচার জন্য পরিচিতজনদের কাছে আকুতিও জানান। বিকেল সাড়ে চারটা নাগাদ পরীমণি ফেসবুক লাইভে থাকা অবস্থাতেই দরজার কাছে যান। তখন উল্টো দিক থেকে র্যাব পরিচয় দিয়ে পরীমণিকে দরজা খোলার অনুরোধ করেন। এ সময় কয়েক মিনিট কথোপকথনের পর তিনি দরজা খুলে দেন, কিন্তু ফেসবুক লাইভে বাসায় কারা ঢুকেছে তা দেখা যায়নি। দরজা খোলার পর একজন পরীমণিকে বলেন যে তাঁরা আইনগতভাবে পরীমণির সঙ্গে কথা বলবেন। এক ব্যক্তি পরীমণিকে ফেসবুক লাইভ বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন।
পরীমণিকে এ সময় বলতে শোনা যায়, আপনারা সবার মোবাইল নিয়ে নিচ্ছেন কেন? এ সময় একজন আবারও তাঁকে ফেসবুক লাইভ নিজের হাতে বন্ধ করে দেওয়ার অনুরোধ করেন এবং একপর্যায়ে ফেসবুক লাইভ বন্ধ হয়ে যায়। বিকেল চারটা থেকে প্রায় ৩২ মিনিট লাইভে ছিলেন পরীমণি। রাত ১১টা পর্যন্ত সেই লাইভ দেখা হয় ১ কোটি ২০ লাখ বার। ৭৯ হাজার শেয়ার হয়। আর মন্তব্য করেছেন ৫ লাখ ১ হাজার মানুষ। ফেসবুক লাইভের সময় আশপাশ থেকে অনেকেই ছুটে যান বনানীতে। গণমাধ্যমকর্মীরাও ছুটে যান পরীমণির বাসার দিকে।
বিকেল চারটার দিকে র্যাবের কর্মকর্তারা পরীমণির বাসায় প্রবেশ করেন। এর মাঝে কি পাওয়া গেল, কে কে আছে এ নিয়ে তথ্য আদানপ্রদানে কেটে যায় প্রায় চার ঘণ্টা। আটটার দিকে একটি গাড়িতে তোলা হয়, পরীমণির বাসা থেকে উদ্ধার হওয়া প্রায় অর্ধশত বিদেশি মদের বোতল। বহু নামী ব্রান্ডের দেখা মেলে সেখানে। তবে তা খোলাসা করেননি অভিযানে থাকা কর্মকর্তারা।
রাত সোয়া আটটার দিকে পরীমণিকে নামানো হয় নিচে। ওই বাসাটির চার ও পাঁচতলায় একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। বছরখানেকেরও কম সময় হয় সেখানে উঠেছেন। পরীমণির পরে তার বাসার গৃহকর্মী ও গাড়িচালককেও হেফাজত নেয় র্যাব। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় কুর্মিটোলায় র্যাবের সদর দপ্তরে।
অভিযানে অংশ নেওয়া এক র্যাবের গোয়েন্দা শাখার শীর্ষ এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিকে পরীমণি তাঁদের একবারেই সহযোগিতা করেননি। পরে তাঁর ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, উচ্চক্ষমতাসম্পন্ন মাদক আইস ও লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) উদ্ধার করা হয়। তাঁর ড্রয়িং রুমের কাভার্ড, শোকেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল সব জায়গায় ছিল মদের বোতল। বাসার টয়লেট থেকে বিপুলসংখ্যক খালি মদের বোতল উদ্ধার করা হয়। ওই কর্মকর্তা বলেন, তাঁর (পরীমণি) কাছে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়।
এলএসডি এবং আইসের মতো শেষ পর্যায়ের মাদক একজন নায়িকার বাসা থেকে জব্দ করায় কিছুটা অবাকও হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কিছু বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদের কাছে। সে কারণেই এ অভিযান। সংস্থাটির গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের পর আজ (বৃহস্পতিবার) পরীমণি আটকসহ বিস্তারিত বিষয় জানাবেন তারা।
পরীমণির বাসা থেকে বের হওয়ার পরই র্যাবের দলটি অভিযান শুরু করে অভিনেতা–প্রযোজক নজরুল ইসলাম রাজের বনানীর বাসায়। রাজ মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। সাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বনানী ৭ নম্বর রোডের জি ব্লকের ৪১ নাম্বার বাসায় চলে অভিযান চলে। রাত সাড়ে দশটার দিকে তাকে আটক করে র্যাব। নিয়ে যাওয়া হয় বাহিনীটির সদর দপ্তরে। বিপুল পরিমাণ বিদেশি মদ এবং সিসার সরঞ্জাম মেলে রাজের বাসা থেকে। পাওয়া যায়, দলবদ্ধ যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি। এ কাজে ব্যবহার হওয়া একটি বিশেষ বিছানাও পাওয়া গেছে। যা ছিল রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের একটি কক্ষে।
র্যাবের গোয়েন্দা বিভাগের সূত্র থেকে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মডেল পিয়াসাকে জিজ্ঞাসাবাদ করার পর পাওয়া তথ্যে শরফুল হাসান ওরফে মিশু হাসান (৩১) ও তার সহযোগী মাসুদুল ইসলাম ওরফে জিসানকে নামে দুজনকে গ্রেপ্তার করেন তারা। মিশুর কাছ থেকেই জানা যায় নানা চমকপ্রদ তথ্য। পরে রাজের বাসায় অভিযান করা হয়।
ঘটনার শুরু সেই জুনে
গত ৯ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে অভিযোগ করেন পরীমণি। পরে ১৪ জুন সাভার মডেল থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার পর বোট ক্লাবের কর্মকর্তা, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে পুলিশ গ্রেপ্তার করে। নাসির উদ্দিন মাহমুদ কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। তবে শুরু থেকেই এ ঘটনা নিয়ে নানা আলোচনা শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে বিতর্কিত ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে র্যাব। তাঁর বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণ ও ক্যাঙারুর চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
এরপর গত রোববার রাতে রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই দুই মডেলের বাসা থেকেই বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, সিসা উদ্ধার করা হয়। এদের প্রত্যেককেই আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অভিনয় ছাড়া বাকি সব নিয়েই আলোচনায় পরীমণি
অভিনয় দিয়ে নয় ক্যারিয়ারের শুরু থেকেই এর বাইরের বিষয় দিয়েই আলোচনায় ছিলেন পরীমণি।
প্রেম, বিয়ে, ছাড়াছাড়ি, দামি গাড়ি কেনা, ক্লাবে উচ্ছৃঙ্খল আচরণ, মাতলামি এসব বিষয় নিয়ে বহুদিন ধরেই সামাজিক মাধ্যমে মুখরোচক আলোচনা হচ্ছে তাকে নিয়ে। সবশেষ ঢাকা বোট ক্লাবে গভীর রাতে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে তোলপাড় হয় দেশজুড়ে। সে ঘটনায় গ্রেপ্তার করা হয় সেই ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও ব্যবসায়ী নেতা নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনকে।
২০১৫ সালে ভালোবাসা সীমাহীন নামের একটি চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিনয় জীবন শুরু হয় পরীমণির। কিন্তু প্রথম ছবি মুক্তির আগেই আরও ২৩টি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবরে আলোচিত ছিলেন তিনি। ‘রানা প্লাজা’ নামের একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন, যদিও তা এখনো মুক্তি পায়নি। মডেলিং এর মাধ্যমে শোবিজ দুনিয়ার পা রাখা পরী, নাচের অনুষ্ঠান এবং কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এ পর্যন্ত কোন ব্যবসা সফল চলচ্চিত্র নেই তার। গত ছয় বছরে তার অভিনীত বেশির ভাগ সিনেমাই আলোর মুখ দেখেনি।
বিনোদন বিষয়ক এক সাংবাদিকের সঙ্গে ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল পরীর। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঘোষণা দিয়ে বাগদান করে জানান, পরের বছর একই দিনে বিয়ে করবেন তারা। কিন্তু জুন মাসেই তা ভেস্তে যায়। পরের ২০২০ এর ৯ মার্চ পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে ৩ টাকা দেনমোহরে বিয়ে করেন। পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়।
আরও পড়ুন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ন পদে সেনা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হলো।
৪ মিনিট আগেনড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের কৃষক সাহেব আলীকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।
৬ মিনিট আগেবরিশালের মুলাদীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার ছয়দিন পর সাত শতাধিক গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে সেই পাঁচ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
৮ মিনিট আগেকুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদকসহ মেহেদী হাসান (১৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগে