শ্রীপুরে সুতার মিলে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৩: ২৬
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৩: ৫৬

গাজীপুরের শ্রীপুরে একটি সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ দুপুর ১২টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাওনা গ্রামের সেঞ্চুরি স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার নারী শ্রমিক লিপি আক্তার বলেন, ‘কারখানার ভেতরে ধোঁয়া দেখে শ্রমিকেরা দৌড়াদৌড়ি করে কারখানা থেকে বের হতে শুরু করেন। আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে। আমাদের ফ্লোরের সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছেন, তবে অন্য ফ্লোরের শ্রমিকদের বিষয়ে বলতে পারব না।’

মেশিনের আগুনের ফুলকি তুলার গুদামে পড়লে আগুনের সূত্রপাত হয়সেঞ্চুরি স্পিনিং মিলের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আজাদুর রহমান বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কারখানার তুলার গুদামে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আস্তে আস্তে আগুন কারখানার অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। তবে কারখানার সব শ্রমিক নিরাপদে বের হতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘একটি মেশিনের আগুনের ফুলকি তুলার গুদামে পড়লে আগুনের সূত্রপাত হয়।’ 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত