শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছেন: মামুনুল হক

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০: ৩১
Thumbnail image

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য শেখ হাসিনা রাজনীতিতে এসেছিলেন। শুধু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নয়, আওয়ামী লীগের বিরুদ্ধেও প্রতিশোধ নিয়েছেন তিনি।’

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয় খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মী ও দেশের জনগণের কথা চিন্তা না করে তাঁর বোনকে বগলে করে নিয়ে পালিয়ে ভারত চলে গেছেন। শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগই হত্যা করেছে, তাঁর লাশ ধানমন্ডি ৩২-এ পড়ে ছিল। আওয়ামী লীগের কেউ তখন তাঁর লাশটাও ধরতে আসেনি। তাই শেখ হাসিনা তাঁর বাবার হত্যার বিচার করতেই দেশে ফিরে এসেছিলেন।’

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ যাকে নেত্রী মেনেছে, তিনি চেয়েছিলেন এমন কাজ করবেন—যাতে আর কেউ এ দেশে আওয়ামী লীগের নাম মুখে না আনে। কারণ, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষিপ্ত ছিলেন। তাঁর বাবাকে হত্যা করার পর ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ। এ জন্য তিনি যখন পালিয়ে যান, আওয়ামী লীগের লাখ লাখ নেতা-কর্মীর কথা দুইবার ভাবেননি।’

খেলাফত মজলিস সোনারগাঁ উপজেলার সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব জালালুদ্দীন আহমদ, আতাউল্লাহ আমীন, কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি মুফতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ হাফেজ কারি মোয়াজ্জেম হোসাইন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শিক্ষা কমিটির সেক্রেটারি ড. ইকবাল হোসাইন ভূঁইয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত