নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার সিইও কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুপুরের পর উত্তরা পূর্ব থানা-পুলিশ তাপসকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মহিববুল্লাহ ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যা চেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে হাজির না থাকায় আদালত তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন।
আজ রাজধানীর ভাটারা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে এই হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার সিইও কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুপুরের পর উত্তরা পূর্ব থানা-পুলিশ তাপসকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. মহিববুল্লাহ ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যা চেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু তদন্ত কর্মকর্তা আদালতে হাজির না থাকায় আদালত তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেন।
আজ রাজধানীর ভাটারা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। পরে এই হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে। কৌশিক হোসেন তাপস এ মামলায় ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।
প্রায় তিন ঘণ্টা অতিক্রম হতে চললেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন। সর্বশেষ আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
২ ঘণ্টা আগেসচিবালয়ে আগুন নেভানোর সময় বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের এক কর্মী। দুর্ঘটনার সময় তিনি আগুন নেভানোর পানির পাইপ স্থাপন করছিলেন। আহত কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ১৮টি ফায়ার ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির...
৩ ঘণ্টা আগেগভীর রাতে রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ২০টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে হামলা ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে ১০-১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এতে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে...
৪ ঘণ্টা আগে