Ajker Patrika

দক্ষিণখানে ইয়াবাসহ মাদক চোরাকারবারী গ্রেপ্তার

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 
দক্ষিণখানে ইয়াবাসহ মাদক চোরাকারবারী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণখানে ইয়াবাসহ নেয়ামত উল্লাহ (২৬) নামের একজন মাদক চোরাকারবারীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১ হাজার ২ শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

দক্ষিণখানের আশকোনার সাদিয়া হোটেলের সামনে থেকে সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ওই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারবারী হলে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসা নাইঘর গ্রামের মোহাম্মদ খানের ছেলে।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আশকোনার সাদিয়া হোটেলের সামনে থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নেয়ামত উল্লাহ নামের একজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার পরিহিত জিন্সের প্যান্টের দুই পকেট থেকে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি বলেন, এ ঘটনয় দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সেই সাথে ওই মাদক চোরাকারবারীর পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। 

গ্রেপ্তার হওয়া ওই মাদক চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি মামুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত