নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার মরজাল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠান।
আটক ব্যক্তিরা হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার জুবায়ের ভূঁইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার মো. পাভেল (২৫) ও নাদিম মিয়া (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচা করছে। আজ শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬টি মোটরসাইকেল বিক্রির জন্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যান। এরপর মোট ৬টি মোটরসাইকেলের পাশাপাশি ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার জুবায়ের ভূঁইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার মো. পাভেল (২৫) ও নাদিম মিয়া (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচা করছে। আজ শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬টি মোটরসাইকেল বিক্রির জন্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যান। এরপর মোট ৬টি মোটরসাইকেলের পাশাপাশি ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
নরসিংদীতে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দিবাগত রাতে রায়পুরা উপজেলার মরজাল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ রোববার দুপুরে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠান।
আটক ব্যক্তিরা হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার জুবায়ের ভূঁইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার মো. পাভেল (২৫) ও নাদিম মিয়া (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচা করছে। আজ শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬টি মোটরসাইকেল বিক্রির জন্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যান। এরপর মোট ৬টি মোটরসাইকেলের পাশাপাশি ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার জুবায়ের ভূঁইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার মো. পাভেল (২৫) ও নাদিম মিয়া (২৬)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচা করছে। আজ শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬টি মোটরসাইকেল বিক্রির জন্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যান। এরপর মোট ৬টি মোটরসাইকেলের পাশাপাশি ভুয়া কাগজপত্র জব্দ করা হয়।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৪ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৪ ঘণ্টা আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৪ ঘণ্টা আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
৪ ঘণ্টা আগে