নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতি পদে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার। আর টানা পঞ্চম মেয়াদে সাধারণ সম্পাদক পদে বসতে যাচ্ছেন কমপিউটার জগৎয়ের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল। ২০১৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এ পদে আছেন তিনি। সোমবার এই দুজনসহ পাঁচজনকে ই-ক্যাবের শীর্ষ পাঁচ পদে নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। এরা প্রত্যেকেই বর্তমান কমিটিতেও রয়েছেন।
গত ১৮ জুন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত ৯ পরিচালকের ৫ জন ভিন্ন ভিন্ন পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ৫ জনকে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে মঙ্গলবার বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের একাধিক প্রার্থী জানিয়েছেন তারা হাতে ভোট পুনগননার আবেদন করেছেন।
এ বিষয়ে ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি ফলাফলে আপত্তি জানিয়ে আবেদন করেছি।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতি পদে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার। আর টানা পঞ্চম মেয়াদে সাধারণ সম্পাদক পদে বসতে যাচ্ছেন কমপিউটার জগৎয়ের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল। ২০১৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এ পদে আছেন তিনি। সোমবার এই দুজনসহ পাঁচজনকে ই-ক্যাবের শীর্ষ পাঁচ পদে নির্বাচিত করা হয়। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। এরা প্রত্যেকেই বর্তমান কমিটিতেও রয়েছেন।
গত ১৮ জুন ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অগ্রগামী, দ্যা চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেল ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯ জন বিজয়ীর মধ্যে প্রথম ৮ জন প্রার্থী অগ্রগামী প্যানেল থেকে এবং একজন প্রার্থী দ্যা চেঞ্জ মেকারস প্যানেল থেকে নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুযায়ী সোমবার বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের শীর্ষ কর্মকর্তা পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত ৯ পরিচালকের ৫ জন ভিন্ন ভিন্ন পদের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন। একই পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড ৫ জনকে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী নির্বাচনের ফলাফল নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে মঙ্গলবার বিকেল চারটার মধ্যে লিখিত আবেদন করতে হবে। দ্যা চেঞ্জ মেকার্স এবং ঐক্য প্যানেলের একাধিক প্রার্থী জানিয়েছেন তারা হাতে ভোট পুনগননার আবেদন করেছেন।
এ বিষয়ে ঐক্য প্যানেলের নেতা আব্দুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, প্রত্যেক প্রার্থীর আলাদা আলাদা আবেদন করতে হয়। আমি ফলাফলে আপত্তি জানিয়ে আবেদন করেছি।
তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর ২ জুলাই নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে ন
১১ মিনিট আগেনোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১৪ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড । এ বিষয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল রোববার রাত ১২টার সময় তাদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার সময় উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে বনভোজনে যাওয়া দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ, বিআরটিসি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার দায় রয়েছে মন্তব্য করেছে বুয়েটের স্বাধীন কমিটি। আজ সোমবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) গঠিত তদন্ত কমি
৩১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ফজলুল করিম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই নির্দেশ দেন।
৩৪ মিনিট আগে