নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে এই মামলা হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুন ফেসবুক লাইভে এসে আসমা আক্তার রুনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তথা বাদীর সম্পর্কে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি বাদীকে অকথ্য ভাষায় পরিবার নিয়ে গালাগালি করেন। এছাড়া তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রকমের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে হেয় প্রতিপন্ন করেন।
বাদী মামলার আরজিতে বলেন, এসব মন্তব্য তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে এবং রাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাব মূর্তি ক্ষুণ্ন করেছে।
ফেসবুক লাইভে এসে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার দেওয়া বক্তব্য ভাইরাল হয়।
সেখানে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাঁচা মরিচের পোলা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের অবিলম্বে পদত্যাগ চাই। হুমায়ুন কবির টাকা ছাড়া কমিটি করে না। যারে তারে কমিটিতে পদ দিতে চায়। পদ বাণিজ্য করার কারণে, অনেককে মিথ্যা আশ্বাস দেওয়ার কারণে, টাকা নেওয়ার কারণে অবিলম্বে তার পদত্যাগ চাই।’
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।
গতকাল বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হয়।
বিচারক এ এম জুলফিকার হায়াত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশের গোয়েন্দা শাখাকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজ শুক্রবার বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে এই মামলা হয়েছে।’
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ জুন ফেসবুক লাইভে এসে আসমা আক্তার রুনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তথা বাদীর সম্পর্কে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। সেখানে তিনি বাদীকে অকথ্য ভাষায় পরিবার নিয়ে গালাগালি করেন। এছাড়া তার নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন রকমের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করে হেয় প্রতিপন্ন করেন।
বাদী মামলার আরজিতে বলেন, এসব মন্তব্য তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করেছে এবং রাজনৈতিক সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভাব মূর্তি ক্ষুণ্ন করেছে।
ফেসবুক লাইভে এসে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি আসমা আক্তার কনার দেওয়া বক্তব্য ভাইরাল হয়।
সেখানে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কাঁচা মরিচের পোলা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের অবিলম্বে পদত্যাগ চাই। হুমায়ুন কবির টাকা ছাড়া কমিটি করে না। যারে তারে কমিটিতে পদ দিতে চায়। পদ বাণিজ্য করার কারণে, অনেককে মিথ্যা আশ্বাস দেওয়ার কারণে, টাকা নেওয়ার কারণে অবিলম্বে তার পদত্যাগ চাই।’
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২৫ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে