Ajker Patrika

রাজবাড়ীতে ‘তরমুজ খেয়ে’ একই পরিবারের ৪ জন হাসপাতালে ভর্তি

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ২০: ০৩
রাজবাড়ীতে ‘তরমুজ খেয়ে’ একই পরিবারের ৪ জন হাসপাতালে ভর্তি

রাজবাড়ীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন হাসপাতালে ভর্তি হয়েছে। তবে আক্রান্তদের দাবি তরমুজ খেয়েই তারা অসুস্থ হয়েছে।

আজ সোমবার দুপুরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সবাই আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান।

তারা হলো সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলী জয়পুর গ্রামের আমজাদ হোসেন (৫২), ছেলে রুহুল আমিন (২৩), পুত্রবধূ রূপসী বেগম (২০), নাতনী রাজিয়া আক্তার (১৩)।

হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন বলেন, শনিবার রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী বাজার থেকে একটি তরমুজ কিনি। ওই দিন ইফতারিতে অর্ধেক তরমুজ খাওয়া হয়। পরদিন রোববার ইফতারির সময় বাকি অর্ধেক তরমুজ খাওয়া হলে রাত থেকেই পাতলা পায়খানা শুরু হয়। আজ দুপুরে হাসপাতালে এসে ভর্তি হই।

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, অসুস্থদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তরমুজ খেয়েই যে অসুস্থ হয়েছে সেটা বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়া হয়ে এরা অসুস্থ হয়ে পড়েছে। কি কারণে তারা অসুস্থ হয়েছে সেটা নিশ্চিত হতে পরীক্ষা করে বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত