কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থীকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদের কাছ থেকে কয়েক দফায় তিনি এই টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে হেরে গিয়ে ওই প্রার্থী এখন টাকা ফেরত চাইছেন। দুজনের মধ্যে এসংক্রান্ত কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শাক্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওই মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদ বলেন, ‘নির্বাচনে আমাকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ আলী চৌধুরী কয়েক দফায় আমার কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা নিয়েছেন। ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি আমার কাছ থেকে ৪ লাখ, মনোনয়ন জমা দেওয়ার পর ৩ লাখ এবং নির্বাচনের আগের দিন (২৭ নভেম্বর) ১২ লাখ নিয়েছেন। আমি নিজে গিয়ে তাঁর ঘাটারচর অফিসে টাকাগুলো পৌঁছে দিয়েছি। এ ছাড়া বিভিন্ন সময়ে তিনি আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। নির্বাচন ছাড়াও তিনি আমার কাছ থেকে ৪৮ লাখ টাকা নিয়েছেন। আমি জমি বিক্রি করে তাঁকে টাকা দিয়েছি। তিনি মুখোশের আড়ালে ভালো মানুষ সেজে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন।’
ভাইরাল হওয়া অডিওতে শোনা যায় হারুন বলছেন, ‘চাঁন রাইতের দিন (নির্বাচনের আগের দিন) ১২ লাখ টাকা নিলেন। কিন্তু আমার জন্য কী করলেন?’ জবাবে ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, ‘প্রশাসন কারচুপি করতে দেয় নাই।’ এ সময় হারুন বলেন, ‘ভাই, যা হওয়ার হইছে, আপনি আমার টাকাগুলা ফেরত দেন।’ ইউসুফ আলী বলেন, ‘রাজনৈতিক সংগঠনে মানুষ কোটি কোটি টাকা খরচ করে মেম্বার-চেয়ারম্যান নির্বাচন করে। রাজনীতি করতে গেলে টাকা লাগে। টাকা দিছস। আগামীতেও দিবি।’ এ সময় উত্তেজিত কণ্ঠে হারুন বলেন, ‘আপনি আমার কাছ থেকে টাকা নিছেন, আবার প্রতিপক্ষের কাছ থেকেও দুই কোটি টাকা নিছেন। লোকজন বাজারে তাই বলাবলি করছে। ভাই, আমি অত কিছু বুঝি না। আমার টাকা ফেরত দেন।’
অপর একটি অডিওতে শোনা যায় হারুন বলছেন, ‘আপনারে যে ১২টা দিমু (১২ লাখ) এইডা লইয়া টেনশনে আছি।’ জবাবে ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, ‘তোর কোনো টেনশন নাই, তুই ঘুমা। কালকে তুই আমারে ১২টা (১২ লাখ) দিয়া ঘুমা। ২৯ তারিখ সকালে উঠিস (নির্বাচনের পরের দিন)। ওই দিন তুই পারলে আমার কাছ থেকে ফুলের মালা লইয়া যাইস।’
মেম্বার প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, ‘এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমার প্রতিপক্ষ মিথ্যা নাটক সাজিয়ে এটা করেছে। আমি দীর্ঘদিন রাজনীতি করি। ওই রকম স্বভাবের হলে অনেক টাকা কামাতে পারতাম। আমার ঢাকা শহরে কোনো বাড়ি নাই, ব্যক্তিগত গাড়ি নাই। ব্যাংক ব্যালান্সও নাই।’
অডিও ফাঁস হওয়ার পর থেকে ইউসুফ আলী চৌধুরী বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হারুনুর রশীদ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক মেম্বার পদপ্রার্থীকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদের কাছ থেকে কয়েক দফায় তিনি এই টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে হেরে গিয়ে ওই প্রার্থী এখন টাকা ফেরত চাইছেন। দুজনের মধ্যে এসংক্রান্ত কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শাক্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওই মেম্বার পদপ্রার্থী হারুনুর রশীদ বলেন, ‘নির্বাচনে আমাকে জিতিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইউসুফ আলী চৌধুরী কয়েক দফায় আমার কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা নিয়েছেন। ২০ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি আমার কাছ থেকে ৪ লাখ, মনোনয়ন জমা দেওয়ার পর ৩ লাখ এবং নির্বাচনের আগের দিন (২৭ নভেম্বর) ১২ লাখ নিয়েছেন। আমি নিজে গিয়ে তাঁর ঘাটারচর অফিসে টাকাগুলো পৌঁছে দিয়েছি। এ ছাড়া বিভিন্ন সময়ে তিনি আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছেন। নির্বাচন ছাড়াও তিনি আমার কাছ থেকে ৪৮ লাখ টাকা নিয়েছেন। আমি জমি বিক্রি করে তাঁকে টাকা দিয়েছি। তিনি মুখোশের আড়ালে ভালো মানুষ সেজে শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন।’
ভাইরাল হওয়া অডিওতে শোনা যায় হারুন বলছেন, ‘চাঁন রাইতের দিন (নির্বাচনের আগের দিন) ১২ লাখ টাকা নিলেন। কিন্তু আমার জন্য কী করলেন?’ জবাবে ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, ‘প্রশাসন কারচুপি করতে দেয় নাই।’ এ সময় হারুন বলেন, ‘ভাই, যা হওয়ার হইছে, আপনি আমার টাকাগুলা ফেরত দেন।’ ইউসুফ আলী বলেন, ‘রাজনৈতিক সংগঠনে মানুষ কোটি কোটি টাকা খরচ করে মেম্বার-চেয়ারম্যান নির্বাচন করে। রাজনীতি করতে গেলে টাকা লাগে। টাকা দিছস। আগামীতেও দিবি।’ এ সময় উত্তেজিত কণ্ঠে হারুন বলেন, ‘আপনি আমার কাছ থেকে টাকা নিছেন, আবার প্রতিপক্ষের কাছ থেকেও দুই কোটি টাকা নিছেন। লোকজন বাজারে তাই বলাবলি করছে। ভাই, আমি অত কিছু বুঝি না। আমার টাকা ফেরত দেন।’
অপর একটি অডিওতে শোনা যায় হারুন বলছেন, ‘আপনারে যে ১২টা দিমু (১২ লাখ) এইডা লইয়া টেনশনে আছি।’ জবাবে ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, ‘তোর কোনো টেনশন নাই, তুই ঘুমা। কালকে তুই আমারে ১২টা (১২ লাখ) দিয়া ঘুমা। ২৯ তারিখ সকালে উঠিস (নির্বাচনের পরের দিন)। ওই দিন তুই পারলে আমার কাছ থেকে ফুলের মালা লইয়া যাইস।’
মেম্বার প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বিষয়ে জানতে চাইলে ইউসুফ আলী চৌধুরী সেলিম বলেন, ‘এগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। আমার প্রতিপক্ষ মিথ্যা নাটক সাজিয়ে এটা করেছে। আমি দীর্ঘদিন রাজনীতি করি। ওই রকম স্বভাবের হলে অনেক টাকা কামাতে পারতাম। আমার ঢাকা শহরে কোনো বাড়ি নাই, ব্যক্তিগত গাড়ি নাই। ব্যাংক ব্যালান্সও নাই।’
অডিও ফাঁস হওয়ার পর থেকে ইউসুফ আলী চৌধুরী বিভিন্নভাবে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন হারুনুর রশীদ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে