ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১৮: ৩৫
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৯: ১৩

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে ফার্মগেট পর্যন্ত অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। তাঁরা ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ করে দিয়েছেন।  

আজ সোমবার বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ মোড়, পরীবাগ, মৎস্য ভবন এলাকা, পল্টন মোড়, চানখাঁরপুল, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা অবরোধ করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সহসমন্বয়ক রিফাত রশিদ বলেন, ‘বাংলা ব্লকেড কর্মসূচি সারা দেশে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়, পরীবাগ, মৎস্য ভবন এলাকা, পল্টন মোড়, চানখাঁরপুল ও কারওয়ান বাজার এলাকায় রয়েছে। একটি অংশ আমরা ফার্মগেটে এসেছি। ফার্মগেট এলাকা ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। নিয়মতান্ত্রিক কর্মসূচি চলমান থাকবে। আমরা দাবি আদায় করে ক্লাস-পরীক্ষায় ফিরব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত