নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্বের জেরে রাজধানীর উত্তরার একটি ফ্যাশন হাউজ থেকে ৬০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। পরে সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার ও এ ঘটনার মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের পত্রিকার অনুসন্ধান ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম বুধবার (৩১ মে) আজকের পত্রিকাকে বলেন, ‘স্টক লোড ব্যবসায়ী মহসীন ভূঁইয়ার সঙ্গে ইমাম হাসানের ব্যবসায়িক লেনদেন ছিল। পাওনা টাকা যথাসময়ে না দেওয়ায় ইমাম হাসান তার বন্ধু সজীব মোল্লার সঙ্গে মালামাল চুরির পরিকল্পনা করেন। পরে পরিকল্পপনা অনুযায়ী উত্তরা ৯ নম্বর সেক্টরের মোরসালিন ফ্যাশন হাউজ থেকে কৌশলে ৬০ লাখ টাকা মূল্যের স্টক লোডের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ফ্যাশন হাউসের মালিক অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে একটি মামলা করেন।’
ওসি মাসুদ বলেন, ‘মামলার সূত্র ধরে বাড়ির সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে মালামাল নেওয়ার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের নম্বর সংগ্রহ করা হয়। পরে বিআরটিএ থেকে গাড়ির মালিককে বের করা হয়। তার কাছ থেকে কাভার্ডভ্যান চালকের ফোন নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার কাছ থেকে চুরির দিন যে গাড়ি ভাড়া করেছে তার ফোন নম্বর সংগ্রহ করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় প্রথমে সাভার থেকে মূল হোতা ইমাম হাসানকে ও পরে মালামালসহ তার বন্ধু সজীবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।’
চুরির কারণ প্রসঙ্গে চাইলে ওসি মাসুদ বলেন, ‘ওই ফ্যাশন হাউসটির মালিক মহসিন ভূঁইয়ার কাছে চুরির ঘটনার মূল হোতা ইমাম হাসান কিছু টাকা পেতেন। টাকাটি ছিল ব্যবসায়িক লেনদেনের। সময় মতো মহসীন ভূঁইয়া সেই টাকা না দেওয়ার কারণে ইমাম ও তার বন্ধু সজীব পরিকল্পপনা করে মালামাল চুরি এ ঘটনা ঘটায়। গ্রেপ্তারের পর আসামি দুজনকে আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।’
উত্তরা ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৯ নম্বর বাসার নিচ তলার মোরসালিন ফ্যাশন হাউজ নামের একটি স্টক লোডের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুক্রবার (২৬ মে) সকাল ১০টার দিকে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দিবাগত মধ্যরাতে (২৮ মে) উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন ফ্যাশন হাউসটির মালিক মহসীন ভূঁইয়া।
মামলার পর পর পরই অভিযান চালিয়ে সোমবার (২৯ মে) মে সাভার থেকে ইমাম হাসানকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ওই দিনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ঝালকুড়ি গ্রামের হজরত আলীর বাসা থেকে সজীব মোল্লাকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকালে সজীবের ভাড়া বাসা থেকে চুরি হয়ে যাওয়া স্টক লোডের ৬০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ভরপা গ্রামের মো. চুন্নু সরদারের ছেলে ইমাম হাসান ও একই জেলার কালশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের জাকির হোসেনের ছেলে সজীব মোল্লা। বর্তমানে ইমামা হাসান সাভারের রেডিও কলোনি এলাকায় ও সজীব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন।
আজ বুধবার বিকেলে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা পশ্চিম থানা থেকে আজ (বুধবার) সকালে গ্রেপ্তার হওয়া দুই আসামি ইমাম হাসান ও সজীব মোল্লাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়। পরে তারা স্বেচ্ছায় ১৭ ও ৩৪ নম্বর আদালতে চুরির ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
উত্তরা পশ্চিম থানায় চুরির ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মে মহসীন ভূঁইয়া অফিস বন্ধ করে চলে যান। পরে ২৭ মে অফিসে এসে তার অফিসে থাকা বয়েজ লং প্যান্ট, গার্লস প্যান্ট, গার্লস টি শার্ট, গার্ল লেগিন্স, মেল টি শার্ট, বয়েজ টি-শার্টসহ ৬০ লাখ টাকা মূল্যের স্টক লোডের মালামাল নেই। তখন মালামালের বিষয়ে বাড়ির কেয়ারটেকার আতিককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়-কেয়ারটেকার মনে করছে মালিকের লোকজন মালামাল নিয়ে যাচ্ছে। তাই কাউকে কিছু জিজ্ঞাসা করে নাই।
ব্যবসায়িক লেনদেনের দ্বন্দ্বের জেরে রাজধানীর উত্তরার একটি ফ্যাশন হাউজ থেকে ৬০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। পরে সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া গাড়ির নম্বর প্লেটের সূত্র ধরে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার ও এ ঘটনার মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকের পত্রিকার অনুসন্ধান ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম বুধবার (৩১ মে) আজকের পত্রিকাকে বলেন, ‘স্টক লোড ব্যবসায়ী মহসীন ভূঁইয়ার সঙ্গে ইমাম হাসানের ব্যবসায়িক লেনদেন ছিল। পাওনা টাকা যথাসময়ে না দেওয়ায় ইমাম হাসান তার বন্ধু সজীব মোল্লার সঙ্গে মালামাল চুরির পরিকল্পনা করেন। পরে পরিকল্পপনা অনুযায়ী উত্তরা ৯ নম্বর সেক্টরের মোরসালিন ফ্যাশন হাউজ থেকে কৌশলে ৬০ লাখ টাকা মূল্যের স্টক লোডের মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ফ্যাশন হাউসের মালিক অজ্ঞাতনামা ৭ জনকে আসামি করে একটি মামলা করেন।’
ওসি মাসুদ বলেন, ‘মামলার সূত্র ধরে বাড়ির সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে মালামাল নেওয়ার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের নম্বর সংগ্রহ করা হয়। পরে বিআরটিএ থেকে গাড়ির মালিককে বের করা হয়। তার কাছ থেকে কাভার্ডভ্যান চালকের ফোন নম্বর সংগ্রহ করে তার সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার কাছ থেকে চুরির দিন যে গাড়ি ভাড়া করেছে তার ফোন নম্বর সংগ্রহ করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় প্রথমে সাভার থেকে মূল হোতা ইমাম হাসানকে ও পরে মালামালসহ তার বন্ধু সজীবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।’
চুরির কারণ প্রসঙ্গে চাইলে ওসি মাসুদ বলেন, ‘ওই ফ্যাশন হাউসটির মালিক মহসিন ভূঁইয়ার কাছে চুরির ঘটনার মূল হোতা ইমাম হাসান কিছু টাকা পেতেন। টাকাটি ছিল ব্যবসায়িক লেনদেনের। সময় মতো মহসীন ভূঁইয়া সেই টাকা না দেওয়ার কারণে ইমাম ও তার বন্ধু সজীব পরিকল্পপনা করে মালামাল চুরি এ ঘটনা ঘটায়। গ্রেপ্তারের পর আসামি দুজনকে আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।’
উত্তরা ৯ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের ৯ নম্বর বাসার নিচ তলার মোরসালিন ফ্যাশন হাউজ নামের একটি স্টক লোডের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুক্রবার (২৬ মে) সকাল ১০টার দিকে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার দিবাগত মধ্যরাতে (২৮ মে) উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন ফ্যাশন হাউসটির মালিক মহসীন ভূঁইয়া।
মামলার পর পর পরই অভিযান চালিয়ে সোমবার (২৯ মে) মে সাভার থেকে ইমাম হাসানকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ওই দিনই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ঝালকুড়ি গ্রামের হজরত আলীর বাসা থেকে সজীব মোল্লাকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকালে সজীবের ভাড়া বাসা থেকে চুরি হয়ে যাওয়া স্টক লোডের ৬০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ভরপা গ্রামের মো. চুন্নু সরদারের ছেলে ইমাম হাসান ও একই জেলার কালশিয়ানী উপজেলার রাজপাট গ্রামের জাকির হোসেনের ছেলে সজীব মোল্লা। বর্তমানে ইমামা হাসান সাভারের রেডিও কলোনি এলাকায় ও সজীব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকেন।
আজ বুধবার বিকেলে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা পশ্চিম থানা থেকে আজ (বুধবার) সকালে গ্রেপ্তার হওয়া দুই আসামি ইমাম হাসান ও সজীব মোল্লাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নিয়ে যাওয়া হয়। পরে তারা স্বেচ্ছায় ১৭ ও ৩৪ নম্বর আদালতে চুরির ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
উত্তরা পশ্চিম থানায় চুরির ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মে মহসীন ভূঁইয়া অফিস বন্ধ করে চলে যান। পরে ২৭ মে অফিসে এসে তার অফিসে থাকা বয়েজ লং প্যান্ট, গার্লস প্যান্ট, গার্লস টি শার্ট, গার্ল লেগিন্স, মেল টি শার্ট, বয়েজ টি-শার্টসহ ৬০ লাখ টাকা মূল্যের স্টক লোডের মালামাল নেই। তখন মালামালের বিষয়ে বাড়ির কেয়ারটেকার আতিককে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়-কেয়ারটেকার মনে করছে মালিকের লোকজন মালামাল নিয়ে যাচ্ছে। তাই কাউকে কিছু জিজ্ঞাসা করে নাই।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ১৫ ছাত্রীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় সহকারী শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
৫ মিনিট আগেরাজধানীর গুলশানে দিনে দুপুরে এক ব্যবসায়ীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এরপর ওই ব্যবসায়ীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে তারা। অপহৃত ব্যবসায়ীর নাম আইয়ুব খান। তিনি আবাসন ব্যবসায়ের সঙ্গে জড়িত। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে
৬ মিনিট আগেচট্টগ্রামে আদালতে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাঁর অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আহত রাষ্ট্রপক্ষের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষ
৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ট্রেজারারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান। এই প্রথম বিশ্ববিদ্যালয়ের কোনো গুরুত্বপূর্ন পদে সেনা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হলো।
৪০ মিনিট আগে