জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুটি ছাত্রী হলের মেয়েরা গণরুম থেকে রেহাই চেয়ে আসন বরাদ্দের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের ছাত্রীরা এতে অংশ নেন। তাঁদের দাবি, দেড় বছর ধরে তাঁরা গণরুমে থাকছেন।
আজ রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভনের সামনে গিয়ে ছাত্রীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রাত ১০টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছাত্রীরা তাঁদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, দেড় বছর ধরে তাঁরা আবাসিক হলের গণরুমে অবস্থান করছেন। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তাঁদের আসন বরাদ্দ দিতে হবে।
এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা ৯৫ জন ছাত্রী একসঙ্গে গণরুমে থাকি। তীব্র গরমে গণরুম থেকে দুর্গন্ধ বের হয়। মশার কামড়ে ইতিমধ্যে কয়েকজন ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ ছাড়া অনেকে সর্দি-কাশিতে ভুগছে। তাই অবিলম্বে হলে সিট বরাদ্দ চাই।’
ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের ছাত্রী মোহছানা মীম বলেন, ‘দেড় বছর ধরে গণরুমে আছি, অথচ এখনো হলে সিট পাইনি। বর্ষাকালে গণরুমে পানি উঠে, গরমকালে দুর্গন্ধে থাকা যায় না। আমরা দ্রুত হলে সিট চাই।’
এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চললেও ভিসি বাসভবন থেকে বের হননি। তবে অবস্থান কর্মসূচির খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত হন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুটি ছাত্রী হলের মেয়েরা গণরুম থেকে রেহাই চেয়ে আসন বরাদ্দের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা ও খালেদা জিয়া হলের ছাত্রীরা এতে অংশ নেন। তাঁদের দাবি, দেড় বছর ধরে তাঁরা গণরুমে থাকছেন।
আজ রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভনের সামনে গিয়ে ছাত্রীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রাত ১০টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ছাত্রীরা তাঁদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, দেড় বছর ধরে তাঁরা আবাসিক হলের গণরুমে অবস্থান করছেন। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তাঁদের আসন বরাদ্দ দিতে হবে।
এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) ছাত্রী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা ৯৫ জন ছাত্রী একসঙ্গে গণরুমে থাকি। তীব্র গরমে গণরুম থেকে দুর্গন্ধ বের হয়। মশার কামড়ে ইতিমধ্যে কয়েকজন ছাত্রী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ ছাড়া অনেকে সর্দি-কাশিতে ভুগছে। তাই অবিলম্বে হলে সিট বরাদ্দ চাই।’
ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০ ব্যাচের ছাত্রী মোহছানা মীম বলেন, ‘দেড় বছর ধরে গণরুমে আছি, অথচ এখনো হলে সিট পাইনি। বর্ষাকালে গণরুমে পানি উঠে, গরমকালে দুর্গন্ধে থাকা যায় না। আমরা দ্রুত হলে সিট চাই।’
এদিকে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চললেও ভিসি বাসভবন থেকে বের হননি। তবে অবস্থান কর্মসূচির খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঘটনাস্থলে উপস্থিত হন।
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৫ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২১ মিনিট আগে