গাজীপুরে গ্যাসলাইন নেওয়ার সময় দেয়াল ধস, ১ শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৯: ৪৩
মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় গ্যাসের পাইপলাইন নেওয়ার সময় দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার প্যারাগন পোলট্রি কারখানার দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সালাউদ্দিন মাঝি (৫৫)। তিনি সদর উপজেলার মনিপুর নামাপাড়া গ্রামের বাসিন্দা বাকর উদ্দিন মাঝির ছেলে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সোমবার সকালে গ্যাসের পাইপলাইন নেওয়ার জন্য গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকায় রিফাত এ্যালুমোনিয়াম কারখানার শ্রমিকেরা পাইপলাইন বসাতে কাজ শুরু করেন। পরে সড়কের পাশে থাকা প্যারাগন পোলট্রি কারখানার দেয়ালের পাশে মাটি খুঁড়লে দেয়াল ফেটে যায়। এ ঘটনায় নিরাপত্তার জন্য স্থানীয়রা কাজ বন্ধ রাখার অনুরোধ করলেও রিফাত এ্যালুমোনিয়াম কারখানা কর্তৃপক্ষ নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে কাজ চালিয়ে যান।

এর কিছুক্ষণ পরই কারখানার দেয়াল ধসে কয়েকজন নির্মাণ শ্রমিকের ওপরে পড়ে। তাদের চিৎকারে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে চারজনকে উদ্ধার করে। সেখানে আরও শ্রমিক আটকা রয়েছে এমন আশঙ্কায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে একজনের মরদেহ উদ্ধার করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফীন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযান এখন শেষ হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত