নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বহু মূল্যবান প্রাণহানির ঘটনা ঘটেছে। পরবর্তীতে এই আন্দোলন ক্রমেই সহিংস রূপ পরিগ্রহ করেছে এবং একই সঙ্গে বহু সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদ অনাকাঙ্ক্ষিত এই সকল মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। বাংলাদেশ মহিলা পরিষদ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা প্রত্যক্ষ করেছি যে, মেট্রোরেল, সেতু ভবন, ডাটা সেন্টার, এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, বিআরটিএ ভবনসহ বহু রাষ্ট্রীয় সম্পদের প্রভূত ক্ষতিসাধন করা হয়েছে। নরসিংদীতে কারাগার ভেঙে কয়েদিদের পালানোর ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে অনেক জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিল। এ সকল ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে মর্মাহত এবং উদ্বিগ্ন। আমরা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের যথাযথভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে আমরা লক্ষ করলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নারী কোটা বিলুপ্ত হয়ে গেছে, যা জাতীয় অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত করবে।’
বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ সকল অপতৎপরতা রোধ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে অগ্রসর করে নেওয়ার জন্য রাজনৈতিক দল, প্রশাসনসহ নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বহু মূল্যবান প্রাণহানির ঘটনা ঘটেছে। পরবর্তীতে এই আন্দোলন ক্রমেই সহিংস রূপ পরিগ্রহ করেছে এবং একই সঙ্গে বহু সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ অনেকে নিহত হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদ অনাকাঙ্ক্ষিত এই সকল মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। বাংলাদেশ মহিলা পরিষদ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা প্রত্যক্ষ করেছি যে, মেট্রোরেল, সেতু ভবন, ডাটা সেন্টার, এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, বিআরটিএ ভবনসহ বহু রাষ্ট্রীয় সম্পদের প্রভূত ক্ষতিসাধন করা হয়েছে। নরসিংদীতে কারাগার ভেঙে কয়েদিদের পালানোর ব্যবস্থা করা হয়েছে যার মধ্যে অনেক জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিল। এ সকল ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে মর্মাহত এবং উদ্বিগ্ন। আমরা রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের যথাযথভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। একই সঙ্গে আমরা লক্ষ করলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নারী কোটা বিলুপ্ত হয়ে গেছে, যা জাতীয় অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত করবে।’
বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ সকল অপতৎপরতা রোধ করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে অগ্রসর করে নেওয়ার জন্য রাজনৈতিক দল, প্রশাসনসহ নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১২ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
২৭ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৩১ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
৪০ মিনিট আগে