রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে কারখানা শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় একটি কয়েল তৈরির কারখানায় বিদ্যুতায়িত হয়ে দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি একটি কারখানার শ্রমিক ছিলেন। 

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা স্টাফকোয়র্টার আমুলিয়া মডেল টাউন এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকসক দুপুড় সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে কারখানার মালিক আবু বকর সিদ্দিক জানান, আমুলিয়া মডেল টাউনে তার আব্দুল হাই ট্রেডার্স নামে কয়েলের কাচামাল তৈরির কারখানা আছে। দুলাল কারখনার মিস্ত্রী ছিল। সকাল থেকে কারখানার ভেতরে কাজ করছিল দুলাল। ঘটনার সময় গ্যান্ডিং মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পরে। 

দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান। দুলালের বাড়ি নোয়াখালী জেলায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমড়া থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ওই কারখানায় বিদ্যুতায়িত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত