রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ–চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার উপজেলার আমলি আদালতে মামলাটি দায়ের করেন তুহিনুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি গ্রহণ করে বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’
মামলার অন্য আসামিরা হলেন–জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম, চাচাতো ভাই সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তৎকালীন বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম ও মো. কালাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি জিল্লুল হাকিমের নির্দেশে অন্য আসামিরা বাদীকে বালিয়াকান্দি কলেজ মাঠ থেকে পিস্তল ঠেকিয়ে একটি মাইক্রোবাসে তুলে ৪ নম্বর আসামি নায়েব আলীর বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে ২ নম্বর আসামি তৎকালীন থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ তাকে উল্টো করে ঝুলিয়ে বেদম প্রহার করেন। এরপর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা।
তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর নির্যাতন চালানো হয়। এইভাবে সারা রাত তার ওপর নির্যাতন চালানো হয়। তার বাবা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে অতিকষ্টে পাঁচ লাখ টাকা সংগ্রহ করে ২ ও ৪ নম্বর আসামির হাতে দেন। তবুও তিনি রেহাই পাননি।
এরপর তাকে বালিয়াকান্দি থানায় নিয়ে একটি পেন্ডিং মামলায় আদালতে চালান দেওয়া হয়। নির্যাতনে তিনি প্রচণ্ড অসুস্থ হওয়ায় কারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় আদালত থেকে জামিন নিয়ে ভারতের চেন্নাই ও ভেলোরে চিকিৎসা করান। এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাবেক রেলমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণ–চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার উপজেলার আমলি আদালতে মামলাটি দায়ের করেন তুহিনুর রহমান নামে এক ব্যক্তি। মামলায় অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী আব্দুর রাজ্জাক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের বিচারক মৌসুমী সাহা মামলাটি গ্রহণ করে বালিয়াকান্দি থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।’
মামলার অন্য আসামিরা হলেন–জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম, চাচাতো ভাই সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তৎকালীন বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ, স্থানীয় আওয়ামী লীগ নেতা নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম ও মো. কালাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি জিল্লুল হাকিমের নির্দেশে অন্য আসামিরা বাদীকে বালিয়াকান্দি কলেজ মাঠ থেকে পিস্তল ঠেকিয়ে একটি মাইক্রোবাসে তুলে ৪ নম্বর আসামি নায়েব আলীর বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে ২ নম্বর আসামি তৎকালীন থানার ওসি আবু শামা ইকবাল হায়াৎ তাকে উল্টো করে ঝুলিয়ে বেদম প্রহার করেন। এরপর তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা।
তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর নির্যাতন চালানো হয়। এইভাবে সারা রাত তার ওপর নির্যাতন চালানো হয়। তার বাবা খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে অজ্ঞান ও মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে অতিকষ্টে পাঁচ লাখ টাকা সংগ্রহ করে ২ ও ৪ নম্বর আসামির হাতে দেন। তবুও তিনি রেহাই পাননি।
এরপর তাকে বালিয়াকান্দি থানায় নিয়ে একটি পেন্ডিং মামলায় আদালতে চালান দেওয়া হয়। নির্যাতনে তিনি প্রচণ্ড অসুস্থ হওয়ায় কারা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় আদালত থেকে জামিন নিয়ে ভারতের চেন্নাই ও ভেলোরে চিকিৎসা করান। এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
৩ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
৫ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৭ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
১২ মিনিট আগে