বিশেষ প্রতিনিধি, ঢাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারীসহ দুই চিকিৎসককে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।
আজ শনিবার উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শিক্ষকেরা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।
এ সময় ক্ষুব্ধ চিকিৎসকেরা উপাচার্যের ব্যক্তিগত সহকারী ডা. মো. রাসেল আহমেদকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যের দপ্তর থেকে বের করে দেন। এ ছাড়া বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. রসুল আমিন শিপনকে একই অভিযোগে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্যক্তিগত সহকারীকে মারধরের কথা স্বীকার করে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘তারা কয়েকজনকে মারধর করেছে, আমি বিষয়টা শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব।’
আন্দোলনের নেতৃত্বে থাকা স্বাচিপের বিএসএমএমইউ শাখার সদস্যসচিব অধ্যাপক মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো বলেন, বেশ কিছুদিন আগে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। সাধারণত নতুন উপাচার্য নিয়োগের পর আগের উপাচার্য দৈনন্দিন রুটিন কাজ করেন, যা ইতিপূর্বেও হয়েছে। কিন্তু বর্তমান উপাচার্য শতাধিক ডাক্তার, কর্মচারী ও প্রায় ৩০ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছেন। সবাই মনে করছে এই নিয়োগের পেছনে অর্থের লেনদেন আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, বিগত তিন বছর বিশ্ববিদ্যালয়ে যত অনিয়ম, দুর্নীতির ঘটনা ঘটেছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে এই দুজন সংশ্লিষ্ট ছিল। আজ শনিবার একদল চিকিৎসক সংক্ষুব্ধ হয়ে এই দুজনকে জুতোপেটা করতে করতে বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে বের করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়।
প্রসঙ্গত, উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ। এদিকে ১১ মার্চ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের ব্যক্তিগত সহকারীসহ দুই চিকিৎসককে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।
আজ শনিবার উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে তাঁর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) শিক্ষকেরা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা-কর্মচারী ও নার্সরা।
এ সময় ক্ষুব্ধ চিকিৎসকেরা উপাচার্যের ব্যক্তিগত সহকারী ডা. মো. রাসেল আহমেদকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যের দপ্তর থেকে বের করে দেন। এ ছাড়া বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. রসুল আমিন শিপনকে একই অভিযোগে মারধর করে বিশ্ববিদ্যালয় থেকে করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ব্যক্তিগত সহকারীকে মারধরের কথা স্বীকার করে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘তারা কয়েকজনকে মারধর করেছে, আমি বিষয়টা শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলব।’
আন্দোলনের নেতৃত্বে থাকা স্বাচিপের বিএসএমএমইউ শাখার সদস্যসচিব অধ্যাপক মো. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো বলেন, বেশ কিছুদিন আগে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। সাধারণত নতুন উপাচার্য নিয়োগের পর আগের উপাচার্য দৈনন্দিন রুটিন কাজ করেন, যা ইতিপূর্বেও হয়েছে। কিন্তু বর্তমান উপাচার্য শতাধিক ডাক্তার, কর্মচারী ও প্রায় ৩০ জন প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছেন। সবাই মনে করছে এই নিয়োগের পেছনে অর্থের লেনদেন আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা বলেন, বিগত তিন বছর বিশ্ববিদ্যালয়ে যত অনিয়ম, দুর্নীতির ঘটনা ঘটেছে তার সঙ্গে প্রত্যক্ষভাবে এই দুজন সংশ্লিষ্ট ছিল। আজ শনিবার একদল চিকিৎসক সংক্ষুব্ধ হয়ে এই দুজনকে জুতোপেটা করতে করতে বিশ্ববিদ্যালয়ের আঙিনা থেকে বের করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়।
প্রসঙ্গত, উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে ২৮ মার্চ। এদিকে ১১ মার্চ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৪ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩৮ মিনিট আগে