আশরাফ-উল-আলম, ঢাকা
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার পাশে একটি সাইনবোর্ডে লেখা ‘সংরক্ষিত এলাকা’। ওই সাইনবোর্ডের সামনে দাঁড়ানো বৃদ্ধ আনেছা বেগম। এসেছেন রাজধানীর খিলগাঁও থেকে।
কেন এসেছেন, জিজ্ঞেস করতেই ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ছেলেকে দেখার জন্য। তিনি জানান, ছেলের নাম বাবু ইমরান। খিলগাঁওয়ের একটি নাশকতার মামলায় তাঁকে গতকাল রোববার আটক করে পুলিশ। আজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আনেছা বেগম বলেন, ‘শুনছি, রাজনৈতিক কেসে আমার পোলারে চালান দিছে। আমরা কি রাজনীতি করি? আমার পোলা অটো (অটোরিকশা) চালায়। সে কোনো ভাঙচুর করে নাই। কাল চায়ের দোকানে বসা ছিল। তারে ধইরা নিয়া গেছে।’
আনেছা বেগমের হাতে এক লিটারের একটি পানির বোতল। শুধু পানি খেয়ে দিন পার করছেন বলে জানান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘কাল থেইকা খাওন দাওন নাই। আজ (সোমবার) সকাল ১০টায় কোটে (কোর্টে) আইসা দাঁড়াইয়া আছি পোলারে একনজর দেখার জন্য। কিন্তু দেহা অয় নাই। উকিলে কইছে দেহা অবে না। জামিনও অবে না।’
আনেছা বেগম জানান, তিনি অন্যের বাসায় কাজ করেন। ছেলে অটোরিকশা চালান। তাঁর সংসারে আরও সদস্য রয়েছে। দুজনের কষ্টের রোজগারে সংসার চলে। এখন কী হবে! সংসার কীভাবে চলবে! কত দিন পর ছেলে মুক্তি পাবে, তা নিয়ে উদ্বিগ্ন এই বৃদ্ধা। তিনি জানান, তাঁর বয়স ৭০ বছর। আক্ষেপ করে বলেন, ‘এই বয়সে আদালতে ঘুরতে হবে। এটাই কপালে ছিল!’
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার পাশে একটি সাইনবোর্ডে লেখা ‘সংরক্ষিত এলাকা’। ওই সাইনবোর্ডের সামনে দাঁড়ানো বৃদ্ধ আনেছা বেগম। এসেছেন রাজধানীর খিলগাঁও থেকে।
কেন এসেছেন, জিজ্ঞেস করতেই ফ্যালফ্যাল করে তাকিয়ে বললেন, ছেলেকে দেখার জন্য। তিনি জানান, ছেলের নাম বাবু ইমরান। খিলগাঁওয়ের একটি নাশকতার মামলায় তাঁকে গতকাল রোববার আটক করে পুলিশ। আজ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আনেছা বেগম বলেন, ‘শুনছি, রাজনৈতিক কেসে আমার পোলারে চালান দিছে। আমরা কি রাজনীতি করি? আমার পোলা অটো (অটোরিকশা) চালায়। সে কোনো ভাঙচুর করে নাই। কাল চায়ের দোকানে বসা ছিল। তারে ধইরা নিয়া গেছে।’
আনেছা বেগমের হাতে এক লিটারের একটি পানির বোতল। শুধু পানি খেয়ে দিন পার করছেন বলে জানান। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘কাল থেইকা খাওন দাওন নাই। আজ (সোমবার) সকাল ১০টায় কোটে (কোর্টে) আইসা দাঁড়াইয়া আছি পোলারে একনজর দেখার জন্য। কিন্তু দেহা অয় নাই। উকিলে কইছে দেহা অবে না। জামিনও অবে না।’
আনেছা বেগম জানান, তিনি অন্যের বাসায় কাজ করেন। ছেলে অটোরিকশা চালান। তাঁর সংসারে আরও সদস্য রয়েছে। দুজনের কষ্টের রোজগারে সংসার চলে। এখন কী হবে! সংসার কীভাবে চলবে! কত দিন পর ছেলে মুক্তি পাবে, তা নিয়ে উদ্বিগ্ন এই বৃদ্ধা। তিনি জানান, তাঁর বয়স ৭০ বছর। আক্ষেপ করে বলেন, ‘এই বয়সে আদালতে ঘুরতে হবে। এটাই কপালে ছিল!’
ক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২ মিনিট আগেবরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
২২ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
২৮ মিনিট আগে