ফেরিটি হেলে গেছে, ডুবে যায়নি: নৌপরিবহন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৩: ০০
Thumbnail image

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি ট্রাক নিয়ে হেলে পড়েছে রো রো ফেরি শাহ আমানত, ফেরিটি ডুবে যায়নি। এমনটিই দাবি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। 

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ দাবি করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান। 

এর আগে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে মালবোঝাই ১৪টি ট্রাক নিয়ে ডুবে যায় রো রো ফেরি শাহ আমানত। 

বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে শাহ আমানত নামের বড় আকারের ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাট পন্টুনে নোঙর করে। স্বাভাবিকভাবে ফেরি থেকে যানবাহনগুলো আনলোডের সময় আকস্মিক ফেরিটি নদীতে ডুবে যায়। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত