নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্যানেলভিত্তিক নিয়োগ চেয়ে তিন দফা দাবি জানিয়েছেন এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীরা । দাবি আদায় না হলে আমরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, ‘নিবন্ধন পরীক্ষায় আমরা যারা পাস করে সনদ পেয়েছি, তারা সবাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখের বিষয়, ষোলোটি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের জন্য মাত্র তিনটি গণবিজ্ঞপ্তি দিতে সক্ষম হয়েছে এনটিআরসিএ। কিন্তু সেখানেও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্বচ্ছতা। আমরা আমাদের দাবিদাওয়া নিয়ে এনটিআরসিএর দ্বারে দ্বারে ঘুরেছি। এনটিআরসিএ আমাদের অনেক আইনকানুন দেখিয়েছে, কিন্তু যখন আমরা পরিপত্র দেখিয়েছি, তখন তারা এ ব্যাপারে আর কথা বলতে রাজি হয়নি। তখন তারা বলেছে, আমরা ছোট কর্মকর্তা, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যান। আমরা এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি, মাউশির মহাপরিচালকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছি। শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু তাঁদের কাছ থেকে কোনো জবাব পাইনি।’
এ সমস্যা সমাধানে সংগঠনটি তিনটি দাবি তুলে ধরে—
১) এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ।
২) সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা নেওয়া যাবে না।
৩) এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে এবং ইনডেক্সধারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।
এসব দাবি না মানলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এই প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।
প্যানেলভিত্তিক নিয়োগ চেয়ে তিন দফা দাবি জানিয়েছেন এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীরা । দাবি আদায় না হলে আমরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, ‘নিবন্ধন পরীক্ষায় আমরা যারা পাস করে সনদ পেয়েছি, তারা সবাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখের বিষয়, ষোলোটি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের জন্য মাত্র তিনটি গণবিজ্ঞপ্তি দিতে সক্ষম হয়েছে এনটিআরসিএ। কিন্তু সেখানেও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্বচ্ছতা। আমরা আমাদের দাবিদাওয়া নিয়ে এনটিআরসিএর দ্বারে দ্বারে ঘুরেছি। এনটিআরসিএ আমাদের অনেক আইনকানুন দেখিয়েছে, কিন্তু যখন আমরা পরিপত্র দেখিয়েছি, তখন তারা এ ব্যাপারে আর কথা বলতে রাজি হয়নি। তখন তারা বলেছে, আমরা ছোট কর্মকর্তা, আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যান। আমরা এনটিআরসিএর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি, মাউশির মহাপরিচালকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছি। শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু তাঁদের কাছ থেকে কোনো জবাব পাইনি।’
এ সমস্যা সমাধানে সংগঠনটি তিনটি দাবি তুলে ধরে—
১) এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ।
২) সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা নেওয়া যাবে না।
৩) এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে এবং ইনডেক্সধারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।
এসব দাবি না মানলে পরে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এই প্যানেলভিত্তিক নিয়োগপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৩ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৪ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগে