নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে মানহানির অভিযোগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। আজ সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনে এই অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, একটি দৈনিক পত্রিকায় গত ৯ জানুয়ারি ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়, তা অসত্য, কাল্পনিক ও বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। এই আপত্তিজনক সংবাদ ছাপানোর বিরুদ্ধে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক এবং প্রকাশক বরাবর প্রতিবাদ পাঠালেও তা ছাপানো হয়নি। এতেই প্রমাণিত হয়, উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়। যা প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ এর ১২ ধারার আলোকে প্রতিকার চান ওয়াসার এমডি।
অভিযোগের বিষয়ে তাকসিমের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘আমরা অন্য কোথাও প্রতিকার চাওয়ার আগে প্রেস কাউন্সিলে জানালাম। এখানে আমরা আশা করি প্রতিকার পাব। আমাদের প্রতিবাদ ছাপায়নি দৈনিক সমকাল। তাদের উচিত ছিল আমাদের প্রতিবাদপত্রটি ছাপানো। তাই এখানে অভিযোগের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য বিচারটুকু পাব। পত্রিকাটি একটি ভুল নিউজ ছাপিয়েছে বলে আমরা মনে করি।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা একটি সংবাদ। আমি নিজে সঠিক আছি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ করা হয়েছে। তাই আমি প্রতিকার চেয়ে প্রেস কাউন্সিলে অভিযোগ দিয়েছি।’
আরও পড়ুন:
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে মানহানির অভিযোগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। আজ সোমবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদনে এই অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে বলা হয়, একটি দৈনিক পত্রিকায় গত ৯ জানুয়ারি ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়, তা অসত্য, কাল্পনিক ও বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। এই আপত্তিজনক সংবাদ ছাপানোর বিরুদ্ধে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক এবং প্রকাশক বরাবর প্রতিবাদ পাঠালেও তা ছাপানো হয়নি। এতেই প্রমাণিত হয়, উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়। যা প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ এর ১২ ধারার আলোকে প্রতিকার চান ওয়াসার এমডি।
অভিযোগের বিষয়ে তাকসিমের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন বলেন, ‘আমরা অন্য কোথাও প্রতিকার চাওয়ার আগে প্রেস কাউন্সিলে জানালাম। এখানে আমরা আশা করি প্রতিকার পাব। আমাদের প্রতিবাদ ছাপায়নি দৈনিক সমকাল। তাদের উচিত ছিল আমাদের প্রতিবাদপত্রটি ছাপানো। তাই এখানে অভিযোগের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য বিচারটুকু পাব। পত্রিকাটি একটি ভুল নিউজ ছাপিয়েছে বলে আমরা মনে করি।’
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা একটি সংবাদ। আমি নিজে সঠিক আছি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এই সংবাদ করা হয়েছে। তাই আমি প্রতিকার চেয়ে প্রেস কাউন্সিলে অভিযোগ দিয়েছি।’
আরও পড়ুন:
জয়পুরহাটের আক্কেলপুরে তিন কৃষকের খরের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার চেঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রান্তিক কৃষক শাজাহান আলী, আব্দুস সোবহান ও রোজাউল করিম ধান মাড়াই করে গরুর খাদ্য হিসেবে তাঁদের বাড়ির পাশে খলায় খরের গাদা তৈরি করেন।
২৮ মিনিট আগেনরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জাচর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেনাটোরের লালপুরে বাবার ট্রলির নিচে চাপা পড়ে নিহত হয়েছে শিশুসন্তান। আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মো. মুরসালিন (৩)। সে ওই গ্রামের মো. পিন্টুর ছেলে।
১ ঘণ্টা আগেচাঁদপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে মো. অভি (১৭) ও মো. নিলয় (২০) নামের দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে