Ajker Patrika

খিলগাঁওয়ে রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৪: ৪৯
খিলগাঁওয়ে রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগের একটি বাসা থেকে জামাল (২২) নামে এক রিকশাচালকের হাত-পা বাঁধা ও গলায় রশি প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাঁকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়। আজ শুক্রবার ভোর ৫টার দিকে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। 

জানা গেছে, মৃত জামাল জামালপুর সদর উপজেলার নুর মিয়ার ছেলে। তিনি রাজধানীর সিপাহিবাগ ঝিলপাড় হাসমতের টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। 

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল-হাসান জানান, সিপাহিবাগ ঝিলপাড়ের হাসমতের টিনশেড বাড়িতে মাকে নিয়ে থাকতেন জামাল। কয়েক দিন আগে তাঁর মা গ্রামের বাড়িতে যান। বাসায় একাই ছিলেন জামাল। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসায় গিয়ে দেখা যায়, রুমের ভেতর আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে জামালের মরদেহ। এ সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। 

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—জামালকে শ্বাসরোধে হত্যার পর তাঁর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত