শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষা সফরের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাসটি আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের বাসের ভেতরে সম্পূর্ণ ভস্মীভূত হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী সামান্য আহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় প্রায় আধ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনায় প্রায় আধ ঘন্টা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ ছিল।’ এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
জানা গেছে, গাজীপুর মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের চলন্ত বাসটিতে আগুন লাগার এ ঘটনা ঘটে। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন বলে জানা গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান সজিব আজকের পত্রিকাকে জানান, ‘গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ সকালে ময়মনসিংহের ভালুকা ড্রিমওয়াল্ড পার্কে শিক্ষা সফরে যায়। বাসটিতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ছিলেন। সফর শেষে সন্ধ্যা ৬টায় ড্রিম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে রওনা হয়।
বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ের উড়াল সেতুতে ওঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যায়। মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।’
তিনি আরও বলেন, ‘বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী সামান্য আহত হয়েছে।’ পরে বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছেন বলে তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।’ ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘বাসের সার্ভিসিং তারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষা সফরের চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বাসটি আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের বাসের ভেতরে সম্পূর্ণ ভস্মীভূত হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী সামান্য আহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় প্রায় আধ ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার ঘটনায় প্রায় আধ ঘন্টা মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ ছিল।’ এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
জানা গেছে, গাজীপুর মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফরের চলন্ত বাসটিতে আগুন লাগার এ ঘটনা ঘটে। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন বলে জানা গেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মেহেদী হাসান সজিব আজকের পত্রিকাকে জানান, ‘গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ সকালে ময়মনসিংহের ভালুকা ড্রিমওয়াল্ড পার্কে শিক্ষা সফরে যায়। বাসটিতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ছিলেন। সফর শেষে সন্ধ্যা ৬টায় ড্রিম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে রওনা হয়।
বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ের উড়াল সেতুতে ওঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী দেখা যায়। মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়।’
তিনি আরও বলেন, ‘বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন শিশু শিক্ষার্থী সামান্য আহত হয়েছে।’ পরে বিকল্প উপায়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছেন বলে তিনি।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।’ ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, ‘বাসের সার্ভিসিং তারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪৪ মিনিট আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
১ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে