নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শমী কায়সারকে জামিন দেন।
আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। জামিনের বিষয়টি তিনি নিশ্চিত করেন। গত রোববার শমী কায়সারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আজ শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।
এর আগে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে আটক করা হয়। পরদিন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৯ নভেম্বর কারাগারে পাঠানো হয় শমী কায়সারকে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে শমী কায়সার ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ শমী কায়সারকে জামিন দেন।
আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। জামিনের বিষয়টি তিনি নিশ্চিত করেন। গত রোববার শমী কায়সারের পক্ষে জামিনের আবেদন করা হয়। আজ শুনানি শেষে আদালত তাঁকে জামিন দেন।
এর আগে গত ৫ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে শমী কায়সারকে আটক করা হয়। পরদিন এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ৯ নভেম্বর কারাগারে পাঠানো হয় শমী কায়সারকে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীসহ অন্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাইস্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। ইশতিয়াকের পেটে গুলি লাগে। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে শমী কায়সার ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মাদারীপুরের শিবচরের পথ-প্রান্তর ঢাকা পড়েছে ঘনকুয়াশায়। দৃষ্টিসীমা কমে যাওয়ায় আজ রোববার সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। শীত ও ঘনকুয়াশায় বাজার-ঘাটে জনসমাগম কমে গেছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। অনেকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন।
১ ঘণ্টা আগেজামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইক চাপায় নুরুল হক জঙ্গি (৭৫) নামের এক প্রবীণ সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঘন কুয়াশায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেদেশের উত্তরের জনপদ পঞ্চগড়ে আবারও বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পঞ্চগড়ে আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ তথ্য নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়
১ ঘণ্টা আগে