অনলাইন ডেস্ক
বিএনপির অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের নেতা-কর্মীদের ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে সেখানেই পদযাত্রা থামিয়ে একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে দূতাবাসের উদ্দেশে যায়। এসবের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ভারতীয় দূতাবাসে গিয়ে শেষ হওয়া কথা ছিল। সেখানে তারা স্মারকলিপি দেওয়া হবে।
এ দিকে কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে সকাল ৯টা থেকে ঢাকা মহানগর পুলিশ রামপুরা, বাড্ডা ও নতুন বাজার সড়কে একাধিক ব্যারিকেড বসায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, রাজনৈতিক বড় কর্মসূচি থাকায় রামপুরা, বাড্ডা ও গুলশান নতুন বাজারে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেছে। এতে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির তিনটি সহযোগী সংগঠন। সংগঠনগুলো হলো—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
বিএনপির অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের নেতা-কর্মীদের ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান, নতুনবাজার সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ফলে সেখানেই পদযাত্রা থামিয়ে একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে দূতাবাসের উদ্দেশে যায়। এসবের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ভারতীয় দূতাবাসে গিয়ে শেষ হওয়া কথা ছিল। সেখানে তারা স্মারকলিপি দেওয়া হবে।
এ দিকে কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে সকাল ৯টা থেকে ঢাকা মহানগর পুলিশ রামপুরা, বাড্ডা ও নতুন বাজার সড়কে একাধিক ব্যারিকেড বসায়। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেন, রাজনৈতিক বড় কর্মসূচি থাকায় রামপুরা, বাড্ডা ও গুলশান নতুন বাজারে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করেছে। এতে ওই সড়কে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির তিনটি সহযোগী সংগঠন। সংগঠনগুলো হলো—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
চুয়াডাঙ্গা শহর থেকে দিনদুপুরে চুরি হওয়া দুটি মোটরসাইকেল দুই দিনেও উদ্ধার না হওয়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে মোটরসাইকেল খোয়া যাওয়া দুই ভুক্তভোগীর সঙ্গে তাঁদের বন্ধু ও বৈষম্যবিরোধী
২৩ মিনিট আগেমানববন্ধনে বক্তারা বলেন, ১৯৮৪ সালে চালু হওয়া এই সেতু নির্মাণে ব্যয় হয়েছিল ৭ কোটি টাকা। চার দশকেরও বেশি সময় ধরে সড়ক ও জনপথ বিভাগ এই সেতু থেকে টোল আদায় করছে। বিগত ৪১ বছর টোল আদায় হওয়ায় নির্মাণ ব্যয়ের টাকা অনেক আগেই উঠে গেছে। বর্তমানে সেতু থেকে টোল আদায় করা বেআইনি। অনতিবিলম্বে লামাকাজি সেতু থেকে স্থায়ী
২৬ মিনিট আগেঅবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগসহ চার দফা দাবি আদায়ে ১০ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া
২৭ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড়ের মাটিচাপায় সাইমন মিয়া (২৫) নামে এক ট্রাক্টরশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার বায়েক ইউনিয়নের বড় বায়েক এলাকায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে