Ajker Patrika

আমি নিজের বাড়িতে থাকতে পারছি না: ব্যারিস্টার তুরিনের মা শামসুন্নাহার

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২৩: ০৬
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত
ব্যারিস্টার তুরিন আফরোজ। ছবি: সংগৃহীত

বাড়ি থেকে বের করে দেওয়ার পর কোণঠাসা করে রাখতে নিজের মাকে জামায়াতের রুকন বলে প্রচার করেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তুরিন একসময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ সোমবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সংবাদ সম্মেলনে তুরিন আফরোজের মা শামসুন্নাহার বলেন, ‘আমি নিজের বাড়িতে থাকতে পারছি না। এবাড়ি-ওবাড়ি থাকি। যেখানেই থাকি, খবর পেলে সে (তুরিন আফরোজ) লোক পাঠায়। এমনকি নীলফামারীর গ্রামের বাড়িতে নিষিদ্ধ করেছে। জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও আমাকে জামায়াতের রুকন বলে লিফলেট বিলি করেছে তুরিন।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এত দিন ভয় দেখিয়েছে। আমি থানায় জিডি করতে গেলে নেওয়া হয়নি। তুরিন নিজে বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার নামে কুৎসা রটনা করেছে। আমার দুটো কিডনিই অকেজো। নতুন সরকারের কাছে আবেদন, আমার বাসা ফেরত দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে তুরিন আফরোজের মা সাংবাদিকদের একটি কাগজ সরবরাহ করেন। যেখানে তাঁকে জামায়াতে ইসলামীর রুকন ও জঙ্গিবাদের পক্ষে কাজ করে চলেছেন বলে উল্লেখ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত