কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির সংস্কারের কাজ শুরু করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর নির্দেশে আজ সোমবার থেকে এ কাজ শুরু হয়।
এর আগে গত বুধবার কিশোরগঞ্জের কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরিদর্শন পর শিশু সাহিত্যিক ও জমিদার সুকুমার রায়ের পরিত্যক্ত বাড়ি (অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি) ও জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। এরই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, ল্যাবরেটরি টেকনিক্যাল সহকারী সুলতান মাহমুদ ও ল্যাবরেটরি সহকারী মো. বেলায়ত হোসেনসহ একদল শ্রমিক নিয়ে আজ সকাল থেকেই সংস্কারের কাজ শুরু করেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রীর নির্দেশে ঐতিহাসিক এ বাড়িটির সংস্কারের কাজ শুরু করেছি। সংস্কারের প্রথম পর্যায়ে ভবনের ওপর, ভবনটির উত্তর ও পূর্ব পাশে থাকা গাছপালা এবং জঙ্গল পরিষ্কার করে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি। যাতে করে এখানে আর কোনো নতুন গাছ না জন্মায়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া বলেন, ‘পরিত্যক্ত এ ভবনটি প্রাথমিকভাবে পরিষ্কার করে সংস্কারের জন্য একটি প্রাক্কলন তৈরি করেছি। আমাদের প্রস্তাবনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে দাখিল করার পর অনুমোদন ও অর্থ বরাদ্দ হলেই বাড়িটির বর্তমান ডিজাইন ঠিক রেখে সংস্কার করা হবে।’
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির সংস্কারের কাজ শুরু করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর নির্দেশে আজ সোমবার থেকে এ কাজ শুরু হয়।
এর আগে গত বুধবার কিশোরগঞ্জের কটিয়াদীতে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটি পরিদর্শনে এসেছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। পরিদর্শন পর শিশু সাহিত্যিক ও জমিদার সুকুমার রায়ের পরিত্যক্ত বাড়ি (অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি) ও জালালপুর ইউনিয়নে ব্রিটিশ বেনিয়াদের অত্যাচারের সাক্ষী নীল কুঠির স্থাপনা রক্ষার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। এরই প্রেক্ষিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া, ল্যাবরেটরি টেকনিক্যাল সহকারী সুলতান মাহমুদ ও ল্যাবরেটরি সহকারী মো. বেলায়ত হোসেনসহ একদল শ্রমিক নিয়ে আজ সকাল থেকেই সংস্কারের কাজ শুরু করেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী প্রত্নতাত্ত্বিক রসায়নবিদ আবুল হোসেন বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রীর নির্দেশে ঐতিহাসিক এ বাড়িটির সংস্কারের কাজ শুরু করেছি। সংস্কারের প্রথম পর্যায়ে ভবনের ওপর, ভবনটির উত্তর ও পূর্ব পাশে থাকা গাছপালা এবং জঙ্গল পরিষ্কার করে রাসায়নিক দ্রব্য ব্যবহার করছি। যাতে করে এখানে আর কোনো নতুন গাছ না জন্মায়।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. জাকারিয়া বলেন, ‘পরিত্যক্ত এ ভবনটি প্রাথমিকভাবে পরিষ্কার করে সংস্কারের জন্য একটি প্রাক্কলন তৈরি করেছি। আমাদের প্রস্তাবনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে দাখিল করার পর অনুমোদন ও অর্থ বরাদ্দ হলেই বাড়িটির বর্তমান ডিজাইন ঠিক রেখে সংস্কার করা হবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৩ ঘণ্টা আগে