নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে পুলিশ ও সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন দুজন। তাঁরা হলেন জাফর ও আইয়ুব। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিএলআই সিকিউরিটিজ লিমিটেডে এ ঘটনা ঘটে।
বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন জানান, জাফর ও ওয়াসিম নামের দুজন বেলা ১১টার দিকে অফিসে ঢুকে আল জাজিরার সাংবাদিক পরিচয় দেন। ইমনকে তাঁরা বলে, ‘আপনার নামে হত্যা মামলা আছে। পুলিশের এসআই (উপপরিদর্শক) আসছে। তবে ১০ লাখ টাকা দিলে সমস্যা হবে না।’
কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় মিনহাজ মান্নান ইমন খোঁজ নিয়ে জানতে পারেন তাঁরা চাঁদাবাজ। এ সময় তাঁদের আটকে রাখার জন্য অফিসের গেট বন্ধ করতে গেলে টের পেয়ে ওয়াসিম পালিয়ে যান। তবে তাঁদের আরেক সহযোগী আইয়ুব ভবনের আশপাশে অপেক্ষা করছিল। ওয়াসিম পালিয়ে গেলেও জাফরের মাধ্যমে আইয়ুবকে কৌশলে ডেকে এনে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে জানা যায়, তাঁদের এ কাজে নেতৃত্ব দেন হানিফ নামের এক প্রকৌশলী। তবে তাঁর পরিচয় জানা যায়নি। হানিফের নির্দেশনায় কাজ করে জাফর, ওয়াসিম ও আইয়ুব।
এই চাঁদাবাজি করার বিষয়ে গতকাল বুধবার তিনজনের সঙ্গে বৈঠক করেন হানিফ। বৈঠকের পরে রাত ১২টা ৪৭ মিনিটে মেসেজের মাধ্যমে পরিকল্পনামাফিক সকাল ১০টায় চাঁদাবাজি করার নির্দেশ দেন হানিফ।
জানতে চাইলে জাফর সাংবাদিকদের জানান, তাঁর আইডি কার্ডটি ভুয়া। তিনি মূলত মিনহাজ মান্নান ইমনের খোঁজ নিতে এসেছেন। খোঁজ নেওয়ার আপনি কে?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ওয়াসিমের কথায় এসেছেন।
মিনহাজ মান্নান ইমন বলেন, ‘তারা নিজেদের বিএনপির বড় নেতাও পরিচয় দেয়। তাদের নাকি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে। অথচ, এদের চেহারা দেখলেই বোঝা যায়, চোর!’ ইমন আরও বলেন, জাফর ও আইয়ুবকে সেনাবাহিনী ও পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। মূল হোতা হানিফকে খোঁজা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে পুলিশ ও সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন দুজন। তাঁরা হলেন জাফর ও আইয়ুব। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে বিএলআই সিকিউরিটিজ লিমিটেডে এ ঘটনা ঘটে।
বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিনহাজ মান্নান ইমন জানান, জাফর ও ওয়াসিম নামের দুজন বেলা ১১টার দিকে অফিসে ঢুকে আল জাজিরার সাংবাদিক পরিচয় দেন। ইমনকে তাঁরা বলে, ‘আপনার নামে হত্যা মামলা আছে। পুলিশের এসআই (উপপরিদর্শক) আসছে। তবে ১০ লাখ টাকা দিলে সমস্যা হবে না।’
কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় মিনহাজ মান্নান ইমন খোঁজ নিয়ে জানতে পারেন তাঁরা চাঁদাবাজ। এ সময় তাঁদের আটকে রাখার জন্য অফিসের গেট বন্ধ করতে গেলে টের পেয়ে ওয়াসিম পালিয়ে যান। তবে তাঁদের আরেক সহযোগী আইয়ুব ভবনের আশপাশে অপেক্ষা করছিল। ওয়াসিম পালিয়ে গেলেও জাফরের মাধ্যমে আইয়ুবকে কৌশলে ডেকে এনে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে জানা যায়, তাঁদের এ কাজে নেতৃত্ব দেন হানিফ নামের এক প্রকৌশলী। তবে তাঁর পরিচয় জানা যায়নি। হানিফের নির্দেশনায় কাজ করে জাফর, ওয়াসিম ও আইয়ুব।
এই চাঁদাবাজি করার বিষয়ে গতকাল বুধবার তিনজনের সঙ্গে বৈঠক করেন হানিফ। বৈঠকের পরে রাত ১২টা ৪৭ মিনিটে মেসেজের মাধ্যমে পরিকল্পনামাফিক সকাল ১০টায় চাঁদাবাজি করার নির্দেশ দেন হানিফ।
জানতে চাইলে জাফর সাংবাদিকদের জানান, তাঁর আইডি কার্ডটি ভুয়া। তিনি মূলত মিনহাজ মান্নান ইমনের খোঁজ নিতে এসেছেন। খোঁজ নেওয়ার আপনি কে?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ওয়াসিমের কথায় এসেছেন।
মিনহাজ মান্নান ইমন বলেন, ‘তারা নিজেদের বিএনপির বড় নেতাও পরিচয় দেয়। তাদের নাকি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ আছে। অথচ, এদের চেহারা দেখলেই বোঝা যায়, চোর!’ ইমন আরও বলেন, জাফর ও আইয়ুবকে সেনাবাহিনী ও পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। মূল হোতা হানিফকে খোঁজা হচ্ছে।
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়...
১২ মিনিট আগেবগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া ছিনতাই মামলার আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার মহাদেবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ।
২৭ মিনিট আগেনিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। তাঁর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক...
৩৩ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা বিভিন্ন হল এবং কেন্দ্রীয় লাইব্রেরির নাম পরিবর্তনের দাবি উঠেছে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ২ ডিসেম্বর নাম পরিবর্তনবিষয়ক কমিটি গঠন করে। কিন্তু প্রায় দেড় মাসেও কোনো অগ্রগতি...
১ ঘণ্টা আগে