Ajker Patrika

‘ইভিএম-এ চাপ দিতে আমি মানুষ রাখব’ বক্তব্য তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘ইভিএম-এ চাপ দিতে আমি মানুষ রাখব’ বক্তব্য তদন্তের নির্দেশ

‘ইভিএম-এ চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব।’ চট্টগ্রামের বাশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষমতাসীন দলীয় মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী এমনই এক বক্তব্য দিয়ে হইচই ফেলে দিয়েছেন। নানা মহলে এ নিয়ে চলছে সমালোচনা। বক্তব্যটি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নজরেও এসেছে। আর তাই কমিশন থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এক চিঠির মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, ঘটনাটি যাচাই বাছাই করতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ইসির তরফ থেকে সেই চিঠি পাঠানো হয়।

গত শনিবার বাংলাবাজার ১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে মুজিবুল হক চৌধুরী ওই বক্তব্য দেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মুজিবুল হক চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’ তিনি আরও বলেন, ‘ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’ 

এদিকে চট্টগ্রামের ওই ঘটনার পাশাপাশি একই চিঠিতে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপ্রার্থী মাহবুবুর রহমান জামিলকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ যাচাই বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা যাচাই করে ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে নরসিংদী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে ইসি। আগামী ১৫ জুন এসব ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত