চকবাজারে আগুনে নিহত ছয় হোটেলকর্মীর ময়নাতদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২২, ১৪: ৪৫

রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকার ঢাকা প্লাস্টিক কারখানা ও বরিশাল হোটেলের আগুনের ঘটনায় নিহত ৬ হোটেলকর্মীর মরদেহের ময়নাতদন্ত শুরু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করতে পারে চকবাজার থানার পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুর থেকে ময়নাতদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম। 

শরিফুল ইসলাম বলেন, ‘দুপুর একটার পর থেকে চকবাজারের অগ্নি দুর্ঘটনায় নিহত ছয় মরদেহের ময়নাতদন্ত শুরু করেছেন কর্তব্যরত চিকিৎসকেরা। এ ছাড়া সিআইডির ফরেন্সি টিম কিছুক্ষণের মধ্যেই মর্গে এসে পৌঁছবেন। তাঁরা এলেই ময়নাতদন্তের পর স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।’ 

মরদেহ স্বজনদের কাছে আজ হস্তান্তর করা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘নিহত ছয়জনের মরদেহ শনাক্ত করেছেন তাঁদের স্বজনেরা। মরদেহগুলো আজ বিকেলের পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হতে পারে। তবে মরদেহ হস্তান্তর করার আগে অবশ্যই পরিবারের লোকজনসহ মৃত ব্যক্তিত্বদের দেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। আইনি প্রক্রিয়া অনুযায়ী আমাদেরকে এ ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখতে হবে।’ 

এর আগে সোমবার ডিএমপির লালবাগ বিভাগের ডিসি মো. জাফর হোসেন বলেন, ‘চকবাজারে অগ্নিকাণ্ডের নিহতের মরদেহগুলো আগুনে এমনভাবে পুড়েছে যে তাদের চেহারা দেখে শনাক্তকরণের কোনো উপায় নেই। তাই পরিবারের লোকজন এখন কোনো মরদেহ নিজের স্বজনের দাবি করলেও আমরা তাদের হাতে তা বুঝিয়ে দিতে পারব না। উদ্ধার হওয়া মরদেহগুলো মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ 

এদিকে চকবাজারে কামালবাগের আগুনে যে ছয়জনের মরদেহ পাওয়া গেছে, তাঁদের পরিচয় জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার বিকেলে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) নিহত ছয়জনের নাম জানান সিআইডির কর্মকর্তারা। 

নিহতরা হলেন-শরিয়তপুর জেলার দক্ষিণ বড় কাসমা ইউনিয়নের আবুল কাশেম সরদারের ছেলে ওসমান সরদার (২৫), বরিশাল জেলার হিজলা উপজেলার শংকর পাশা ইউনিয়নের পূর্ব টয়কা গ্রামের মৃত আলম সরদারের ছেলে বিল্লাল হোসেন ও একই এলাকার মোস্তফা মাঝির ছেলে মোতালেব হোসেন (১৬), সিলেটের হবিগঞ্জ উপজেলার বামই ইউনিয়নের রাকেশ সরকারের ছেলে স্বপন সরকার (১৮), কুমিল্লা চান্দিনা উপজেলার মো. শরীফ (১৫) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার রুবেল হেলাল। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত