Ajker Patrika

সাবেক এমপি ওয়াহেদসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ ওয়াহেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন পৃথক পৃথক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন—সাবেক উপসচিব মো. দিদারুল আলম চৌধুরী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত মালেক ও জনৈক মোতাহের হোসেন চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের উপপরিচালক মো. হাফিজুর রহমান, উপপরিচালক মোজাম্মিল হোসেন, উপপরিচালক মো. ফজলুল হক ও সহকারী পরিচালক আসাদুজ্জামান পৃথক চারটি আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত এসব আবেদন মঞ্জুর করেন।

দুদকের আবেদনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য এবং অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ দুদক অনুসন্ধান ও তদন্ত করছে। দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, অভিযুক্তরা যে কোনো সময় দেশত্যাগ করতে পারেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান ও তদন্ত কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢাকা: প্রতিবাদে সংবাদ সম্মেলনে এনসিপিকে বৈষম্যবিরোধীদের বাধা

নির্বাচনে প্রার্থীর প্রচারে পোস্টার থাকছে না

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

শত শত বিদেশি শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে কেন

কুমিল্লাকে ‘প্রস্রাবের স্থান’ বলে মন্তব্য বিএনপি নেতার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত