ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনা চার কারণে ঘটেছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনায় বাসচালক খোকন মিয়াকে (৫৪) গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
খোকন মিয়ার বাড়ি ঝিনাইদহের কোর্টচাদপুরের বামনদাহ গ্রামে। কোর্টচাদপুর বাজার থেকে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়াকে গ্রেপ্তারের বিষয় আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার।
গত ১৬ এপ্রিল সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের দিগনগর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে উত্তরা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা নারী-শিশুসহ ১৫ জন নিহত হন।
দুর্ঘটনায় নিহত ইকবাল শেখের ভাই ইমামুল শেখ বাস চালক খোকন মিয়াকে আসামি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় এই মামলা করা হয়।
বাসচালকের পর্যাপ্ত ঘুম না হওয়া ও পিকআপ ভ্যানের চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটে বলে উল্লেখ করেন র্যাব কর্মকর্তা শাইখ আকতার। তিনি বলেন, ‘বাসচালক ঘটনার আগের দিন রাত ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর থেকে বাসের ট্রিপ নিয়ে রাত ৩টায় গাবতলী পৌঁছান। এরপর ১ ঘণ্টা রেস্ট নিয়ে আবার বাস নিয়ে জীবননগরের দিকে রওনা দেন। এখানে তিনি বিশ্রামের জন্য বেশি সময় নেননি।’
সুস্থ মস্তিষ্কে গাড়ি চালাতে হলে চালকের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন বলে জানান শাইখ আকতার। তিনি বলেন, ‘পিকআপ চালকেরও গাফিলতি ছিল, তিনি লেন ব্রেক করে অন্য লেনে চলে এসেছিলেন। দুই পক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও গত ১৮ এপ্রিলের মধ্যে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’
এদিকে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। যা তিন কার্যদিবসের মধ্যে শেষ হয়।
গতকাল রোববার জেলা প্রশাসক মো. কামরুল আহসানের কাছে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে চারটি কারণে দুর্ঘটনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা দুর্ঘটনার কারণগুলো হলো-ঈদের পরে বাস চালক দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালানোয় শরীরে ক্লান্তি আর চোখে ঘুম থাকা, দুর্ঘটনার সময় বাস ও পিকআপ ভ্যানের গতি বেশি ছিল, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা এবং মহাসড়কে অটোরিকশার উপস্থিতি।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ‘আমরা দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগের মানুষের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেষ্টা করেছি কেন, কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা হলো সেটি বের করার। এর পাশাপাশি চেষ্টা করেছি কয়েকটি সুপারিশ করতে যাতে সড়কে মৃত্যুর মিছিল না বাড়ে।’
মোহাম্মদ আলী সিদ্দিকী আরও বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, যাত্রীবাহী বাস ও পিকআপটির গতি বেশি ছিল। তাদের সামনে অটোরিকশা থাকায় মহাসড়কে নিজস্ব লেন ছেড়ে অন্য লেনে চলে যায় গাড়ি দুটি। যেহেতু দুটি গাড়িতেই অতিরিক্ত গতি ছিল, সে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়।’
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘প্রতিবেদনটি আমরা সরকারের উচ্চ পর্যায়ে পাঠিয়ে দেব। পরবর্তীতে সরকার সেটির বিষয়ে পদক্ষেপ নেবে।’
ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহত হওয়ার ঘটনা চার কারণে ঘটেছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনায় বাসচালক খোকন মিয়াকে (৫৪) গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
খোকন মিয়ার বাড়ি ঝিনাইদহের কোর্টচাদপুরের বামনদাহ গ্রামে। কোর্টচাদপুর বাজার থেকে গতকাল দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোকন মিয়াকে গ্রেপ্তারের বিষয় আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কে এম শাইখ আকতার।
গত ১৬ এপ্রিল সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের দিগনগর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে উত্তরা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা নারী-শিশুসহ ১৫ জন নিহত হন।
দুর্ঘটনায় নিহত ইকবাল শেখের ভাই ইমামুল শেখ বাস চালক খোকন মিয়াকে আসামি করে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় এই মামলা করা হয়।
বাসচালকের পর্যাপ্ত ঘুম না হওয়া ও পিকআপ ভ্যানের চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটে বলে উল্লেখ করেন র্যাব কর্মকর্তা শাইখ আকতার। তিনি বলেন, ‘বাসচালক ঘটনার আগের দিন রাত ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর থেকে বাসের ট্রিপ নিয়ে রাত ৩টায় গাবতলী পৌঁছান। এরপর ১ ঘণ্টা রেস্ট নিয়ে আবার বাস নিয়ে জীবননগরের দিকে রওনা দেন। এখানে তিনি বিশ্রামের জন্য বেশি সময় নেননি।’
সুস্থ মস্তিষ্কে গাড়ি চালাতে হলে চালকের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন বলে জানান শাইখ আকতার। তিনি বলেন, ‘পিকআপ চালকেরও গাফিলতি ছিল, তিনি লেন ব্রেক করে অন্য লেনে চলে এসেছিলেন। দুই পক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও গত ১৮ এপ্রিলের মধ্যে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয় এবং তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।’
এদিকে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। যা তিন কার্যদিবসের মধ্যে শেষ হয়।
গতকাল রোববার জেলা প্রশাসক মো. কামরুল আহসানের কাছে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এতে চারটি কারণে দুর্ঘটনা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা দুর্ঘটনার কারণগুলো হলো-ঈদের পরে বাস চালক দীর্ঘক্ষণ ধরে গাড়ি চালানোয় শরীরে ক্লান্তি আর চোখে ঘুম থাকা, দুর্ঘটনার সময় বাস ও পিকআপ ভ্যানের গতি বেশি ছিল, মহাসড়কে নিজস্ব লেনে ব্রেক করা এবং মহাসড়কে অটোরিকশার উপস্থিতি।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, ‘আমরা দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সব বিভাগের মানুষের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। চেষ্টা করেছি কেন, কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা হলো সেটি বের করার। এর পাশাপাশি চেষ্টা করেছি কয়েকটি সুপারিশ করতে যাতে সড়কে মৃত্যুর মিছিল না বাড়ে।’
মোহাম্মদ আলী সিদ্দিকী আরও বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, যাত্রীবাহী বাস ও পিকআপটির গতি বেশি ছিল। তাদের সামনে অটোরিকশা থাকায় মহাসড়কে নিজস্ব লেন ছেড়ে অন্য লেনে চলে যায় গাড়ি দুটি। যেহেতু দুটি গাড়িতেই অতিরিক্ত গতি ছিল, সে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়।’
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘প্রতিবেদনটি আমরা সরকারের উচ্চ পর্যায়ে পাঠিয়ে দেব। পরবর্তীতে সরকার সেটির বিষয়ে পদক্ষেপ নেবে।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১৭ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে