নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি, সাভার (ঢাকা)
ঢাকার আশুলিয়ায় আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। তবে শ্রমিকেরা কাজ না করায় বেশ কিছু কারখানায় ছুটিও দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার সব কারখানা খোলা ছিল। শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন। তাঁরা মালিকপক্ষের কাছে বিভিন্ন দাবিদাওয়া পেশ করেন।
পুলিশ জানায়, যেসব কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসেছিলেন, দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ ওইসব কারখানা ছুটি দিয়ে দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের অনেক কারখানা ছুটি দেয়। বিকেল ৪টায় সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে আজ শিল্পাঞ্চলের ৩৪টি কারখানায় ছুটি ঘোষণা করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও কয়েকটিতে ছুটি ঘোষণা করা হয়ে থাকতে পারে।
বেলা ১টার দিকে নরসিংহপুর এলাকার হা–মীম গ্রুপের কারখানা বন্ধ পাওয়া গেছে। পাশের শারমিন গ্রুপের কারখানার ভেতর থেকে শ্রমিকদের হট্টগোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আর কারখানার ফটকের সামনেই সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের দেখা যায়। পরে কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।
কয়েক দিন ধরে আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। এর পরিপ্রেক্ষিতে কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, শিল্প পুলিশ, এপিবিএন পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ছাড়া নবীনগর–চন্দ্রা ও আবদুল্লাহপুর–বাইপাইল সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
পোশাক কারখানার একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিকেরা নানা দাবিতে প্রায় প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন। তাঁরা কখনো কারখানার বাইরে, কখনো কারখানার ভেতরে আন্দোলন করছেন। এসব নিয়ে মালিকপক্ষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাই যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, নিরাপত্তার স্বার্থে ওই সব কারখানা ছুটি ঘোষণা করে দেওয়া হয়।
শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়েছেন। আল মুসলিম, মণ্ডল ও নিউএইজ গ্রুপের কারখানার শ্রমিকেরা তাঁদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে পর্যায়ক্রমে অন্যান্য কারখানা ছুটি ঘোষণা করে।’
এসপি মোহাম্মদ সারোয়ারা আলম আরও বলেন, ‘কখন যে কোন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় তা আঁচ করা যায় না। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কারখানায় পর্যায়ক্রমে এসব শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। আজ একটি কারখানায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।’
ঢাকার আশুলিয়ায় আজ রোববার অধিকাংশ পোশাক কারখানা চালু রয়েছে। তবে শ্রমিকেরা কাজ না করায় বেশ কিছু কারখানায় ছুটিও দেওয়া হয়েছে।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে আশুলিয়ার সব কারখানা খোলা ছিল। শ্রমিকেরা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন। তাঁরা মালিকপক্ষের কাছে বিভিন্ন দাবিদাওয়া পেশ করেন।
পুলিশ জানায়, যেসব কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বসেছিলেন, দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ ওইসব কারখানা ছুটি দিয়ে দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের অনেক কারখানা ছুটি দেয়। বিকেল ৪টায় সর্বশেষ তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে আজ শিল্পাঞ্চলের ৩৪টি কারখানায় ছুটি ঘোষণা করার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও কয়েকটিতে ছুটি ঘোষণা করা হয়ে থাকতে পারে।
বেলা ১টার দিকে নরসিংহপুর এলাকার হা–মীম গ্রুপের কারখানা বন্ধ পাওয়া গেছে। পাশের শারমিন গ্রুপের কারখানার ভেতর থেকে শ্রমিকদের হট্টগোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আর কারখানার ফটকের সামনেই সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের দেখা যায়। পরে কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়।
কয়েক দিন ধরে আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। এর পরিপ্রেক্ষিতে কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, শিল্প পুলিশ, এপিবিএন পুলিশ ও র্যাব সদস্যরা অবস্থান নিয়েছেন। এ ছাড়া নবীনগর–চন্দ্রা ও আবদুল্লাহপুর–বাইপাইল সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।
পোশাক কারখানার একজন মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শ্রমিকেরা নানা দাবিতে প্রায় প্রতিদিনই আন্দোলন করে যাচ্ছেন। তাঁরা কখনো কারখানার বাইরে, কখনো কারখানার ভেতরে আন্দোলন করছেন। এসব নিয়ে মালিকপক্ষ আতঙ্কের মধ্যে রয়েছে। তাই যেসব কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়, নিরাপত্তার স্বার্থে ওই সব কারখানা ছুটি ঘোষণা করে দেওয়া হয়।
শিল্প পুলিশ–১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘সকালে নির্ধারিত সময়ে শ্রমিকেরা কারখানায় উপস্থিত হয়েছেন। আল মুসলিম, মণ্ডল ও নিউএইজ গ্রুপের কারখানার শ্রমিকেরা তাঁদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়। বিষয়টি জানার পর নিরাপত্তার স্বার্থে পর্যায়ক্রমে অন্যান্য কারখানা ছুটি ঘোষণা করে।’
এসপি মোহাম্মদ সারোয়ারা আলম আরও বলেন, ‘কখন যে কোন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় তা আঁচ করা যায় না। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কারখানায় পর্যায়ক্রমে এসব শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। আজ একটি কারখানায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।’
নড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৮ মিনিট আগেচট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
৩৫ মিনিট আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে