Ajker Patrika

জমিজমার বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে মারধর, থানায় অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৯: ২৬
জমিজমার বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে মারধর, থানায় অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মো. শফিউদ্দিন ফকির (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে প্রতিপক্ষ আমির হোসেন ফকির (৩৫) ও তাঁর লোকজন মারধর করে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুজুর্গোকোনা বাজারে এ ঘটনা ঘটে। 

আহত বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির বর্তমানে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বুজুর্গোকোনা গ্রামের মৃত নেছারউদ্দিন ফকিরের ছেলে ও সাবেক সেনাসদস্য। 

অভিযুক্ত আমির হোসেন ফকির একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে। 

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন ফকিরের সঙ্গে দীর্ঘদিন ধরে আমির হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল সন্ধ্যায় বুজুর্গোকোনা বাজারে বসে আমির হোসেন ফকির তাঁর লোকজন নিয়ে শফিউদ্দিন ফকিরকে মারধর করেন। 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমি ওষুধ কেনার জন্য বুজুর্গোকোনা বাজারে গেলে আমির হোসেন ফকির আমাকে দেখে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় আমি প্রতিবাদ করলে আমির হোসেন ফকিরের নির্দেশে ইজাবুল ফকির ও মকবুল ফকির আমাকে মারধর করেন।’ 

অভিযোগের বিষয়ে আমির হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই ইজাবুল ফকির ও মকবুল ফকির বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন ফকিরকে মারধর করেছেন। ওই সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না।’ 

ইজাবুল ফকির বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে আমার চাচা হন। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর সঙ্গে আমাদের একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। তাঁকে আমরা মারধর করিনি।’ 

কোটালীপাড়া থানার এসআই আব্দুল রাজ্জাক খান বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন ফকির মারধরের অভিযোগ এনে নিজেই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত