Ajker Patrika

গুদামের স্বর্ণ গায়েব: শীর্ষ কর্মকর্তারা জড়িত কি না খতিয়ে দেখছে ডিবির প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ১৯
গুদামের স্বর্ণ গায়েব: শীর্ষ কর্মকর্তারা জড়িত কি না খতিয়ে দেখছে ডিবির প্রধান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমের সুরক্ষিত গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ফুটেজ গায়েব করা হয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি জানান, আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগে যাঁরা কাস্টমসের গুদামে দায়িত্ব পালন করেছেন তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় কাস্টমসের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা জড়িত আছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হারুন অর রশীদ। 

এর আগে ১ সেপ্টেম্বর কাস্টমস গুদাম থেকে স্বর্ণ চুরির বিষয়টি নজরে আসে। পরদিন রাতে কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলার বিবরণীতে ৫৫ দশমিক ৫১ কেজি স্বর্ণ খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় করা মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

গুদাম থেকে খোয়া যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। মূলত এসব স্বর্ণ পাচারকারীদের কাছ থেকে জব্দ করার পর কাস্টম হাউসের গুদামে রাখা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত