নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’
বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’
রাজধানীতে যেসব মার্কেট অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে, সেসব মার্কেট থেকে ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজার পরিদর্শনে এসে মন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ যদি আরও কোনো মার্কেট থাকে, ফায়ার সার্ভিস সেটাও নির্দেশনা দেবে। সেইগুলো নিয়ে যেন ব্যবসায়ীরাও চিন্তা-ভাবনা করেন। সেই সব মার্কেটে অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা না রেখে তাঁরা যেন ব্যবসা না করেন। মার্কেটগুলো থেকে তাঁরা যেন ধীরে ধীরে ব্যবসা সরিয়ে নেন।’
বঙ্গবাজারে আগুনের ঘটনায় যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটাকে উদাহরণ হিসেবে ধরে নিয়ে সবকিছু চিন্তা করতে হবে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা এসব বিষয়কে কীভাবে প্রোটেকশন দেব সেটাও এখন আলোচনায় এসে গেছে। এর পাশেই আমাদের পুলিশ হেডকোয়ার্টার আছে। সেটাও আগুনে পুড়েছে। সেখানে যদি আগুন ছড়িয়ে পড়ত তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। পুলিশ হেডকোয়ার্টারে কিছু অগ্নিনির্বাপক যন্ত্র মেইনটেন করার কারণে কিছুটা হলেও সেটা থেকে রক্ষা পাওয়া গেছে। কিন্তু বাকি এই কমপ্লেক্সসহ (বঙ্গবাজার কমপ্লেক্স) চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
এ ঘটনায় ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি কমিটি করেছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছে। তারা জানার চেষ্টা করছে কীভাবে এই আগুনের সূত্রপাত হলো। আমাদের মন্ত্রণালয় থেকেও একটি কমিটি করা হয়েছে। সেখানে সবাইকে রাখা হয়েছে। যাতে করে, কেন এই দুর্ঘটনা ঘটল, মানে কারও অবহেলা আছে কিনা, আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটাও আমাদের দিক–নির্দেশনা এই কমিটিগুলো দেবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি।’
টাঙ্গাইলের সখীপুরে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে সখীপুর-কচুয়া সড়কের পৌর শহরের মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেবুধবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহপরান এলাকার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেই সংঘর্ষে যুক্ত হয় আরও তিন গ্রামের মানুষ। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। থেমে থেমে সংঘর্ষ চলে আড়াই ঘণ্টা। এই সংঘর্ষে পাঁচ গ্রামের কয়েক শ মানুষ জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ...
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে স্থানীয় সংবাদকর্মীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার আদমজী ইপিজেডে এই ঘটনা ঘটে।
২১ মিনিট আগেশৈলকুপায় মসজিদে তারাবির নামাজের সময় জুতা হারানো নিয়ে দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ ব্যক্তি আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে