Ajker Patrika

কাপাসিয়ায় ব্রিজ উদ্বোধনের আগেই দেবে গেল সংযোগ সড়ক !

প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২১, ১৪: ৫৩
কাপাসিয়ায় ব্রিজ উদ্বোধনের আগেই দেবে গেল সংযোগ সড়ক !

কাপাসিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় উদ্বোধনের আগেই নির্মিত ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক ভেঙে গেছে। উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি তাঁতেরকান্দা ও সনমানিয়া ইউনিয়নের চরণীলক্ষীর মাঝে ঘোরশ্বাব নদীতে নির্মাণকাজ শেষে দশ দিনের মাথায় ব্রিজের সংযোগ ভেঙে যায়।

অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তিন কোটি ষাট লাখ টাকা ব্যয়ে ঘোষণায় নদীর পূর্ব পাশে তাঁতেরকান্দায় ব্রিজ নির্মাণ করে। গত রমজানে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুই বছরের অধিক সময়ের আগে ব্রিজের কাজ শুরু হয়েছিল। গত কিছুদিন ধরে বৃষ্টির ফলে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

এলাকাবাসী সবুজ, রাহাত, সুমন অভিযোগ করে বলেন, ব্রিজ নির্মাণের পর আমাদের দুর্ভোগ লাঘব এবং যাতায়াতে সুবিধা হবে আশা করেছিলাম। কিন্তু নিম্ন-মানের কাজ করায় ঝুঁকি বাড়ছে। এই অল্প বৃষ্টিতে দুই পাশের রাস্তা গিয়ে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয় বাসিন্দা শরিফ হোসেন জানান, গত রমজানের ঈদের আগে তড়িঘড়ি করে কাজ শেষ করে চলে গেছে ঠিকাদারের লোকজন। ইঞ্জিনিয়ার ঈদের পরের বৃষ্টিতে নষ্ট হওয়া অংশ সঠিকভাবে কাজ শেষ করতে ঠিকাদারকে তাগিদ দিয়ে গেছেন।

তাঁরা আরও অভিযোগ করে বলেন, আগলা বালির ওপর ইট বিছিয়ে রাস্তা বানানো হয় তাই বৃষ্টির পানিতে ব্রিজের দুই পাশ ভেঙে গেছে। ব্রিজের উভয় পাশে রাস্তার নিচের ইটের দেয়ালে ফাটল ধরেছে এবং ব্লক সরে গেছে। বর্ষা শুরু হলে দুই পাশে ইট বিছানো অংশ ভেঙে চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ঠিকাদার আব্দুল হামিদ বলেন, ব্রিজের কাজ শেষ হয়নি, বৃষ্টিতে বালি সড়ে গেছে, থানা ইঞ্জিনিয়ার চিঠি দিয়েছে আমরা ঠিক করে দেবো।

উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহমান মুহিম জানান, গত ১৯ মে সরেজমিন পরিদর্শনে গিয়ে আমার ব্রিজের সংযোগ সড়কে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। পরে ঠিকাদারকে এ বিষয়ে দ্রুত যথাযথভাবে কাজ শেষ করার নির্দেশ দিয়ে চিঠি প্রদান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত