Ajker Patrika

ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৯: ৪৭
ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের আশপাশের ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের পর সবাই আতঙ্কিত হয়ে পড়ে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানোর পরপরই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ হয়।

অ্যাডভোকেট সোহেল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ আদালত কম্পাউন্ডের ভেতরে ককটেলের বিস্ফোরণ হওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’ তিনি আরও বলেন, ‘আমি তখন মহানগর দায়রা জজ আদালতে ছিলাম। বের হয়েই লোকজনের দৌড়াদৌড়ি দেখতে পাই।’

বিস্ফোরণের সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বলেন, ‘এর আগে কোনো হরতালে আদালতের ভেতরে এমন ঘটনা ঘটেনি। মির্জা ফখরুলের জামিন শুনানির পেছানোর পরই এমন ঘটনা ঘটল। হয়তো ভয় দেখাতে এই বিস্ফোরণ।’ তিনি বলেন, ‘আদালত প্রাঙ্গণে এমন ঘটনা কাম্য নয়। এখানে কেউ হতাহত হতে পারত।’

এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ‘আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ বিষয় তদন্ত করা হচ্ছে।’

এর আগে পৌনে ৪টার দিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি পেছানো হয়। রাষ্ট্রপক্ষের আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ফয়সাল বিন আতিক ২২ নভেম্বর শুনানির নতুন দিন ধার্য করেন।

এরপর বিএনপিপন্থী আইনজীবীরা আদালত থেকে বের হয়ে আদালত অঙ্গনে বিক্ষোভ মিছিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত