নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শিশুমেলা সড়কে জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক বৃদ্ধ গণপিটুনির শিকার হয়েছেন। আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টা থেকে পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সাত দফা দাবিতে শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
এক বৃদ্ধ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে থাকেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে জেরা করতে শুরু করেন।
তাঁদের তোপের মুখে ওই বৃদ্ধ পালানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।
শেরেবাংলা থানার ওসি আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তিনি জয় বাংলা স্লোগান কেন দিলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
জুলাই-আগস্টের ঘটনায় আহতরা পুনর্বাসন, চিকিৎসা ও বিচারের দাবিতে আন্দোলন করছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।
তাঁদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
১. আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।
২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।
৩. আহতদের জন্য যথাযথ ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
৫. তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আইনি সুরক্ষা দিতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো মানা না হলে তাঁরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।
রাজধানীর শিশুমেলা সড়কে জুলাই-আগস্টে আহতদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক বৃদ্ধ গণপিটুনির শিকার হয়েছেন। আজ রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এর আগে বেলা ১১টা থেকে পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সাত দফা দাবিতে শিশুমেলা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
এক বৃদ্ধ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে থাকেন। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষোভকারীরা তাঁকে জেরা করতে শুরু করেন।
তাঁদের তোপের মুখে ওই বৃদ্ধ পালানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা তাঁকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশ হাতে তুলে দেন।
শেরেবাংলা থানার ওসি আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তিনি জয় বাংলা স্লোগান কেন দিলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
জুলাই-আগস্টের ঘটনায় আহতরা পুনর্বাসন, চিকিৎসা ও বিচারের দাবিতে আন্দোলন করছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।
তাঁদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—
১. আহত ও শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার করতে হবে।
২. বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।
৩. আহতদের জন্য যথাযথ ক্যাটাগরি নির্ধারণ করতে হবে।
৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।
৫. তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬. আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও আইনি সুরক্ষা দিতে হবে।
৭. আহতদের আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়ে ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁদের দাবিগুলো মানা না হলে তাঁরা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. সোবহান শরীফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
২৩ মিনিট আগেগাজীপুরের বাঘের বাজার এলাকায় ট্রাকচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন সহকর্মীরা। আজ বুধবার সকাল ৮টা থেকে অবরোধ চলছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। নিহত পোশাকশ্রমিকের নাম জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২)।
২৮ মিনিট আগেটাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় রাসেল (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সাতুটিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যান উল্টে গেলে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, ভ্যানযাত্রী গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক (৪৭) এবং কালকিনি উপজেলার...
২ ঘণ্টা আগে