সামাজিক মাধ্যমে শিশুরা সবচেয়ে বেশি হয়রানির শিকার: মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, শিশুরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা নিজেদের অ্যাকাউন্ট নিরাপদে রাখতে জানে না। সামাজিক মাধ্যম সম্পর্কে শিশুদের সচেতন করতে হবে। 

আজ শনিবার সেভ দ্য চিলড্রেন এবং ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত শিশু সুরক্ষায় সাংবাদিকতা শীর্ষক ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ডেইলি স্টার ভবনে এ এস মাহমুদ সেমিনার হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের পত্রিকার সম্পাদক ড. মো. গোলাম রহমান। তিনি বলেন, ‘আমরা শহর বড় করছি, নগর বড় করছি। কিন্তু শিশুদের বিকাশের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাগুলো আমরা রাখছি না। আমরা যদি শিশুস্বর্গ গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে উঠবে না।’ 

ব্রেকিং দ্য সাইলেন্সের সভাপতি তাসমিমা হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন—সেভ দ্য চিলড্রেনের পরিচালক (চাইল্ড প্রোটেকশন, চাইল্ড রাইটস অ্যান্ড চাইল্ড গভর্নেস) আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক-গবেষক আফসান চৌধুরী, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক রোকসানা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম। 

সেভ দ্য চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৯৯০ সালে বাংলাদেশ শিশু অধিকার সনদ অনুস্বাক্ষর করে। এখনো পর্যন্ত অনেক গণমাধ্যম অনুস্বাক্ষর শব্দ ব্যবহার না করে স্বাক্ষর শব্দ ব্যবহার করেন। স্বাক্ষর-অনুস্বাক্ষরের পার্থক্য অনেক গণমাধ্যমকর্মীরা এখনো পর্যন্ত রপ্ত করতে পারেননি। 

স্বাগত বক্তব্যে রোকসানা সুলতানা বলেন, সংবাদমাধ্যম কর্মীরা তাদের লেখনীর মধ্য দিয়ে শিশু অধিকার বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশু সুরক্ষায় সংবেদনশীলতা ও জবাবদিহি বৃদ্ধির জন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। শিশু সুরক্ষা কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে সংবাদমাধ্যম কর্মীদের আরও বেশি অনুপ্রাণিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্স তাদের সম্মাননা প্রদান করছে। 

সভায় শিশু সুরক্ষায় সাংবাদিকতার জন্য সংবাদকর্মীদের সম্মাননা ও ফেলোশিপ প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত