Ajker Patrika

সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করল পুলিশ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৩: ৫৯
সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় ৮ জনকে আটক করল পুলিশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় দুটি চায়নিজ কুড়াল, তিনটি রামদা, পাঁচটি রড ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতালা গ্রামের পলাশ মিয়া (২৮), ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকড়িমুকড়ি গ্রামের মো. জাকির হোসেন (৩৫), বরিশালের মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের মো. শাকিল হাওলাদার (২৩) ও তাঁর ভাই হৃদয় হাওলাদার (২৪), একই উপজেলার চর মালিয়া গ্রামের মো. জামাল মিয়া (৩৬), শরীয়তপুরের সখীপুর উপজেলার বেপারীকান্দি গ্রামের নুর মোহাম্মদ (৩২), চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের আহমেদ সবুজ (২৯) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বটকাজল গ্রামের সাদ্দাম বিশ্বাস (৩৯)।

সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গভীর রাতে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপনে সংবাদ পেয়ে পুলিশের একটি দলে সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত