অবৈধ পথে ইউরোপে না যাওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

অবৈধ পথে ইউরোপে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

তিনি বলেছেন, মানুষ যাতে অবৈধ পথে ইউরোপে না যায়, সে জন্য আমরা চেষ্টা করছি। সবার প্রতি অনুরোধ অবৈধ পথে বিদেশ পাড়ি জমানোর চেষ্টা করবেন না। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়াগামী কর্মীদের মধ্যে বিএমইটির স্মার্ট কার্ড হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। 

গত ১৪ ফেব্রুয়ারি অবৈধপথে ইউরোপ যাত্রায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২০ বাংলাদেশি মারা যায়। এর আগে, গত আগস্টে একই কায়দায় সমুদ্র পাড়ি দেওয়ার সময় ৯ বাংলাদেশি নিখোঁজ হয়।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের ভ্রমণ ভিসা নিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করা হয়। আমরা চেষ্টা করব যাতে বৈধ পথে ইউরোপে কর্মী পাঠানো যায়। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বসে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মী পাঠানো হবে।

বিদেশে কর্মীরা চাকরি হারানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে কর্মীদের চাকরি চলে যায়। এ ক্ষেত্রে কারও গাফিলতির অভিযোগ পেলে মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে। 

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব মো. রুহুল আমিন বলেন, ‘জিরো কষ্ট মাইগ্রেশন বাস্তবায়ন অসম্ভব নয়। এটা ইতিমধ্যে প্রমাণিত। মালয়েশিয়াগামী কর্মীদের বলব সরকার নির্ধারিত ফির বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না।’

অনুষ্ঠানে জানানো হয়, মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে যাচ্ছেন আরও ৫০ কর্মী। মালয়েশিয়ার নেশনগেট সলিউশন কোম্পানিতে ‘জিরো কষ্ট  মাইগ্রেশন’ প্রোগ্রামের আওতায় যাচ্ছেন এই কর্মীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত