Ajker Patrika

দক্ষিণখান থেকে সাড়ে ১৪ কেজির কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দক্ষিণখান থেকে সাড়ে ১৪ কেজির কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজধানীর দক্ষিণখান থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এতে চার সাংবাদিক সহযোগিতা করেছে বলে জানায় পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম। 

ডিসি মোর্শেদ আলম বলেন, ‘দক্ষিণখানের মধ্য গাওয়াইর এলাকার কলিল বক্স রোডের মেহেদী হাসানের বেসমেন্টের মাটি খননকালে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কষ্টি পাথরের মূর্তিটি পাওয়া যায়। পরে সাংবাদিক এস এম সাইফুর নূর শুভ, তানজীম মাহমুদ তনু, মাহফুজুল আলম খোকন ও যোবায়ের এবং সিটি এসবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এহসানুজ্জামানের দেওয়া তথ্যমতে দিবাগত রাত সোয়া ২টায় মূর্তিটি জব্দ করা হয়।’ 

সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমডিসি বলেন, ‘বেসমেন্টের মাটি খননকালে জনি নামের এক শ্রমিক (লেবার) মূর্তিটি পায়। পরে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার উপরিভাগ ও নিচের অংশ ভাঙা ছিল, উচ্চতা অনুমান ১৩ দশমিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ অনুমান ১১ ইঞ্চি। ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম।’ 

মোর্শেদ আলম বলেন, ‘মূর্তিটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট ও আদালতের অনুমতি নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মূর্তিটি জব্দ করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত