উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখান থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এতে চার সাংবাদিক সহযোগিতা করেছে বলে জানায় পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।
ডিসি মোর্শেদ আলম বলেন, ‘দক্ষিণখানের মধ্য গাওয়াইর এলাকার কলিল বক্স রোডের মেহেদী হাসানের বেসমেন্টের মাটি খননকালে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কষ্টি পাথরের মূর্তিটি পাওয়া যায়। পরে সাংবাদিক এস এম সাইফুর নূর শুভ, তানজীম মাহমুদ তনু, মাহফুজুল আলম খোকন ও যোবায়ের এবং সিটি এসবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এহসানুজ্জামানের দেওয়া তথ্যমতে দিবাগত রাত সোয়া ২টায় মূর্তিটি জব্দ করা হয়।’
ডিসি বলেন, ‘বেসমেন্টের মাটি খননকালে জনি নামের এক শ্রমিক (লেবার) মূর্তিটি পায়। পরে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার উপরিভাগ ও নিচের অংশ ভাঙা ছিল, উচ্চতা অনুমান ১৩ দশমিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ অনুমান ১১ ইঞ্চি। ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম।’
মোর্শেদ আলম বলেন, ‘মূর্তিটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট ও আদালতের অনুমতি নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মূর্তিটি জব্দ করা হয়েছে।’
রাজধানীর দক্ষিণখান থেকে ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এতে চার সাংবাদিক সহযোগিতা করেছে বলে জানায় পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।
ডিসি মোর্শেদ আলম বলেন, ‘দক্ষিণখানের মধ্য গাওয়াইর এলাকার কলিল বক্স রোডের মেহেদী হাসানের বেসমেন্টের মাটি খননকালে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কষ্টি পাথরের মূর্তিটি পাওয়া যায়। পরে সাংবাদিক এস এম সাইফুর নূর শুভ, তানজীম মাহমুদ তনু, মাহফুজুল আলম খোকন ও যোবায়ের এবং সিটি এসবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার এহসানুজ্জামানের দেওয়া তথ্যমতে দিবাগত রাত সোয়া ২টায় মূর্তিটি জব্দ করা হয়।’
ডিসি বলেন, ‘বেসমেন্টের মাটি খননকালে জনি নামের এক শ্রমিক (লেবার) মূর্তিটি পায়। পরে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার উপরিভাগ ও নিচের অংশ ভাঙা ছিল, উচ্চতা অনুমান ১৩ দশমিক ৫০ ইঞ্চি এবং প্রস্থ অনুমান ১১ ইঞ্চি। ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম।’
মোর্শেদ আলম বলেন, ‘মূর্তিটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষার জন্য আদালতের অনুমতি নিয়ে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট ও আদালতের অনুমতি নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মূর্তিটি জব্দ করা হয়েছে।’
সম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
৪ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগেমো. মজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের মাধ্যমে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত বেতন-ভাতাদি পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। এমনকি বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্রসংক্রান্ত কোনো সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন না।
৩ ঘণ্টা আগে