Ajker Patrika

আজ শেষ হচ্ছে মানিকগঞ্জে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার কাজ

মানিকগঞ্জ প্রতিনিধি
আজ শেষ হচ্ছে মানিকগঞ্জে ডুবে যাওয়া ফেরিটির উদ্ধার কাজ

মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটে ডুবে থাকা আমানত শাহ ফেরি উদ্ধার কাজ আজ মঙ্গলবার শেষ হবে। গত ২৭ অক্টোবর সকালে ডুবে কাত হয়ে থাকা ফেরিটি গতকাল সোজা করা হয়েছে। 

বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুর রহমান জানিয়েছেন, ডুবে কাত হয়ে থাকা ফেরিটির ৮৫ শতাংশ উদ্ধার কাজ শেষ হয়েছে। এখন চলছে ফেরিটির ভেতরে জমে থাকা কাঁদা পানি ও ময়লা–আবর্জনা অপসারণের কাজ। 

ফজলুর রহমান বলেন, আজ বিকেলের মধ্যে উদ্ধার কাজ শেষ হলে আগামী দুদিন ফেরিটি অবজারভেশন রাখা হবে। পরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। 

গত ২৭ অক্টোবর সকালে রাজবাড়ির দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পর ১৪টি যানবাহন নিয়ে পাঁচ নম্বর ঘাটে ডুবে যায় ফেরি আমানত শাহ। পরে ফেরির ভেতরে আটকে থাকা যানবাহন উদ্ধারে উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজাকে আনা হয়। তবে ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের আসার কথা থাকলেও সক্ষমতা না থাকায় প্রত্যয়কে আর আনা হয়নি। পরে বিআইডব্লিউটিএ চট্টগ্রামের বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ কোটি টাকার চুক্তিতে ফেরি উদ্ধারের কাজ দেয়। 

এরপর গত ১ নভেম্বর জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড তাদের ৫০ জন উদ্ধারকর্মী ও ৬টি সেলফার্জ বাস ভর্তি তিন, চার, পাঁচ ও ছয় ইঞ্চি তার নিয়ে ফেরিটি উদ্ধারের জন্য আসেন। গত আট দিন পর আজ ফেরিটির উদ্ধার কাজ শেষ হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত