ড. মো. সবুর খান এইউএপি সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ০০: ৪৬
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১০: ৪৪

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (এইউএপি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

২০২৩-২৪ দুই বছর তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক এই সংগঠনের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫ হাজার ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

গত ১৪ থেকে ১৬ নভেম্বর তিন দিনব্যাপী ঢাকায় এইউএপির ১৫তম আন্তর্জাতিক সাধারণ সম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতি হিসেবে ড. মো. সবুর খান শপথ নেন।

 ১৮০টি সদস্য দেশ নিয়ে গঠিত এইউএপি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫ হাজার ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে এবং বিশ্বের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বৃহত্তম আঞ্চলিক সংগঠনগুলোর একটি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত এইউএপির ১৫তম সাধারণ সম্মেলনে ৩০টি দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ৬০ জনেরও অধিক প্রতিনিধি অংশ নেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিয়েন গার্সিয়া, এইউএপির সাবেক সভাপতি ড. পিটার পি. লরেলসহ বহু আন্তর্জাতিক শিক্ষা নেতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত