নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।
পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’
এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।
পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’
এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ (ডিএমআরসি) রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের ঘটনায় আল্টিমেটাম অনুযায়ী সমাধান না পাওয়ায় কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডিএমআরসির দিকে অগ্রসর হচ্ছে।
৫ মিনিট আগেমাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৩ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
৩ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩ ঘণ্টা আগে