Ajker Patrika

সায়েদাবাদের যানজটে ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৪: ২৫
সায়েদাবাদের যানজটে ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাস ছেড়ে যায়। ঈদযাত্রার শেষ দিকে এসে সায়েদাবাদে যানজট তৈরি হওয়ার কারণে রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। দীর্ঘ যানজটের কারণে কয়েক কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটেই বাস টার্মিনালের দিকে রওনা হয়েছেন অনেকে। 

বাসযোগে কুমিল্লা যাবেন আজিজুল হক সুমন। তিনি সায়েদাবাদ থেকে বাসে উঠবেন। কিন্তু বাস টার্মিনালের আগেই দীর্ঘ যানজট ঠেলে হাঁপিয়ে উঠেছেন তিনি। আজকের পত্রিকাকে সুমন বলেন, ‘আমার একটু তাড়া আছে। বাসের টিকিট কেটে আমার ভাই দাঁড়িয়ে আছে, এখানে জ্যামে বসে থাকলে বাস মিস করব।’ 

পরিবার নিয়ে ব্যাগপত্র হাতে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলেন বাড্ডাবাসী রাজেন্দ্র কুণ্ডু। তিনি জানান, ‘সকালে বের হতে দেরি হয়েছে। বাসে করে এদিকে আসা ঠিক হয়নি। এত জ্যাম হবে এদিকে বুঝতে পারিনি। এখন বাস ধরতে দেরি হয়ে যাচ্ছে, তাই হেঁটে যাচ্ছি।’ 

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান আহমেদ যাবেন চট্টগ্রামে। তিনি বলেন, ‘এত দিন অফিস ছিল। আজ কিছু শপিং করে বাড়ি যাচ্ছি। জিনিসপত্র নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই বাসে বসে আছি। এদিকে এত জ্যাম হবে ভাবিনি।’ 

সায়েদাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, সায়েদাবাদ বাস কাউন্টারে বাস দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সায়েদাবাদ বাস স্টেশন-সংলগ্ন এলাকায় ট্রাফিক সার্জেন্ট মো. মুহিব আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবৈধভাবে কাউকে পার্কিং করতে দিচ্ছি না। যারা পার্কিং করছে তাদের জরিমানা করা হচ্ছে।’ বাস দাঁড়িয়ে থাকায় জ্যাম বাড়ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখানে বাস পার্কিংয়ের অনুমতি আছে।’ 

তবে অন্যায়ভাবে জরিমানা করার অভিযোগ জানিয়ে উবারচালক আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গাড়ি পার্কিং করিনি, যাত্রী নামাচ্ছিলাম। তা-ও আমাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত