Ajker Patrika

বাজার থেকে ফেরার পথে অপেক্ষা করছিল মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বাজার থেকে ফেরার পথে অপেক্ষা করছিল মৃত্যু

বাজার থেকে তরকারি কিনে বাড়ি ফিরছিলেন জাহান আরা। কিন্তু বাড়িতে তাঁর আর ফেরা হয়নি। পথেই একটি নির্মাণাধীন ভবন থেকে এক শ্রমিক তাঁর ওপর পড়েন। এতে গুরুতর আহত হন জাহান আরা। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ বুধবার রাজধানীর দক্ষিণখান ফায়াদাবাদ চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রীণ প্যারাডাইজ নামের একটি অ্যাপার্টমেন্টের ১০ তলা ভবন থেকে এক শ্রমিক পড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত ওই শ্রমিকও আজ সন্ধ্যায় মারা গেছেন।

জাহান আরার ছেলে জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মা বাসা থেকে তরকারি কিনতে বের হয়েছিলেন। পরে তরকারি কিনে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে মায়ের ওপর এক শ্রমিক পড়ে যায়। পরে তাঁদের আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে বিকেল সাড়ে ৪টার দিকে আমার মা মারা যান।’ 

জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণ ওই ভবনের কাজ করা হচ্ছিল। যার কারণে ওই শ্রমিক ভবন থেকে পড়ে গেছে। সেই সঙ্গে আমার মায়ের ওপর পড়ায় আমার মা’কেও হারিয়েছি। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।’ 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই শ্রমিকের নাম আলাউদ্দিন (২০)। তিনি ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দুর্ঘটনার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও পথচারীকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার হাসপাতালে (টঙ্গী সরকারি হাসপাতাল) পাঠানো হয়। এরপর পথচারী জাহান আরা বিকেল সাড়ে ৪টার দিকে এবং রাজমিস্ত্রি সন্ধ্যা ৬টার দিকে মারা যান। 

নিহত ওই রাজমিস্ত্রি নওগাঁ জেলার সাপাহার উপজেলার কলমা ডাঙ্গা গ্রামের মাহবুব হোসেনের ছেলে। অপরদিকে ওই পথচারী হলেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘা গ্রামের নাসির উদ্দিন খাঁ এর স্ত্রী। তিনি ফায়াদাবাদ চৌরাস্তার মাসুদ মিয়ার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন বলেন, নির্মাণাধীন ওই ভবনের ছাদ থেকে একজন নির্মাণশ্রমিক জাহান আরা বেগমের ওপর পড়ে। পরে ওই শ্রমিকসহ জাহান আরা মারা যান। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এসআই বলেন, ‘ওই ভবনের কোনো নিরাপত্তা ব্যবস্থাই ছিল না। বেড়াজালও ছিল না। এ ঘটনায় ওই ভবনের ১৬ জন মালিকের একজনকে আটক করা হয়েছে।’ 

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, নির্মাণাধীন ভবনটির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। যদি ভুক্তভোগীর স্বজনেরা মামলা না করে তাহলে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’ 
 
আজিজুল হক বলেন, ‘আটক ব্যক্তি ভবন মালিকের একজনের আত্মীয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত