ঢাবি প্রতিনিধি
গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর, হেনস্তা ও অশ্লীল ছবি ধারণ করার অভিযোগের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কোনো ব্যবস্থা না নিলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রলীগের ২৫ নেত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের করা তদন্ত কমিটির দুই সদস্য কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে কমিটির একাংশ।
আজ দুপুর ১২টার সময়ে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘বিভিন্ন ঘটনার সময় তদন্ত কমিটি করা হলেও তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। তাই এদের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদেরকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সঙ্গে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
তারা আরও বলেন, ‘কলেজ প্রশাসন রিভা-রাজিয়ার কাছে জিম্মি। তাদের কথা ছাড়া কলেজ প্রশাসন কোনো কিছু সত্যায়িত করতে পারে না। আমরা ও সাধারণ শিক্ষার্থীরা তাদের আচরণ ও কর্মকাণ্ডে অতিষ্ঠ। যদি কেন্দ্রীয় ছাত্রলীগ ২৪ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা গণপদত্যাগ করব।’
একই সঙ্গে বিভিন্ন অনিয়ম, সিট বাণিজ্য, দখলদারিত্ব ও শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোয়েন্দা সংস্থার হাতে থাকা তথ্যগুলোর তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আহ্বান জানান তাঁরা।
এ সময় তাঁরা সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপিতে যে দাবিগুলো ছিল সেগুলোর প্রতি সমর্থন জানান। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালী আক্তার, মার্জানা উর্মি, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীসহ কমিটির অন্তত ২৫ জন নেত্রী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মধ্যরাতে উত্তপ্ত ইডেন, দেখা মেলেনি সভাপতি-সম্পাদকের
মধ্যরাতে উত্তপ্ত ইডেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় হলছাড়া ছাত্রলীগের নেত্রী
গায়ে গরম চা ঢেলে হাত মচকে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
নির্যাতনের শিকার দুই ছাত্রীকে অভিভাবকের কাছে তুলে দিয়েছে প্রশাসন
এবার বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি ইডেন ছাত্রলীগ সভাপতির!
গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর, হেনস্তা ও অশ্লীল ছবি ধারণ করার অভিযোগের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ কোনো ব্যবস্থা না নিলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন শাখা ছাত্রলীগের ২৫ নেত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের করা তদন্ত কমিটির দুই সদস্য কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে কমিটির একাংশ।
আজ দুপুর ১২টার সময়ে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ‘বিভিন্ন ঘটনার সময় তদন্ত কমিটি করা হলেও তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। তাই এদের ওপর আমাদের কোনো আস্থা নেই। তাদেরকে কলেজ ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সঙ্গে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
তারা আরও বলেন, ‘কলেজ প্রশাসন রিভা-রাজিয়ার কাছে জিম্মি। তাদের কথা ছাড়া কলেজ প্রশাসন কোনো কিছু সত্যায়িত করতে পারে না। আমরা ও সাধারণ শিক্ষার্থীরা তাদের আচরণ ও কর্মকাণ্ডে অতিষ্ঠ। যদি কেন্দ্রীয় ছাত্রলীগ ২৪ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা গণপদত্যাগ করব।’
একই সঙ্গে বিভিন্ন অনিয়ম, সিট বাণিজ্য, দখলদারিত্ব ও শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও গোয়েন্দা সংস্থার হাতে থাকা তথ্যগুলোর তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আহ্বান জানান তাঁরা।
এ সময় তাঁরা সাধারণ শিক্ষার্থীদের স্মারকলিপিতে যে দাবিগুলো ছিল সেগুলোর প্রতি সমর্থন জানান। সংবাদ সম্মেলনে শাখা ছাত্রলীগের সহসভাপতি সোনালী আক্তার, মার্জানা উর্মি, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীসহ কমিটির অন্তত ২৫ জন নেত্রী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মধ্যরাতে উত্তপ্ত ইডেন, দেখা মেলেনি সভাপতি-সম্পাদকের
মধ্যরাতে উত্তপ্ত ইডেন, গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় হলছাড়া ছাত্রলীগের নেত্রী
গায়ে গরম চা ঢেলে হাত মচকে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
নির্যাতনের শিকার দুই ছাত্রীকে অভিভাবকের কাছে তুলে দিয়েছে প্রশাসন
এবার বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি ইডেন ছাত্রলীগ সভাপতির!
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে